নিজস্ব প্রতিনিধি : বাংলাদেশ প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিম সাতক্ষীরা আগমন করেছেন। তিনি বুধবার বিকালে সাতক্ষীরা সার্কিট হাউজে পৌঁছালে সাতক্ষীরা অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রিপন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আব্দুল মুকিত খাঁন, প্রেস কাউন্সিলের সচিব মোঃ আব্দুস সবুর, সহকারী কমিশনার এনডিসি প্রণয় বিশ্বাস, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম টুটুল প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি এ কে এম আব্দুল হাকিমকে ফুলেল শুভেচ্ছা জানান।
পরে সাতক্ষীরা প্রেসক্লাবের সাধাঃ সম্পাদক আব্দুল বারীর নেতৃত্বে সাংবাদিকরা প্রেস কাউন্সিলের চেয়ারম্যান কে ফুলেল শুভেচ্ছা জানান ও সৌজন্য সাক্ষাতে মিলিত হন। এর পূর্বে সাংবাদিক শাহ জাহান আলী মিটনের নেতৃত্বে মাঠ পর্যায়ের সাংবাদিকরা প্রেস কাউন্সিলের চেয়ারম্যানকে ফুলেল শুভেচ্ছা জানান ও সৌজন্য সাক্ষাত করেন। উল্লেখ্য তিনি বৃহস্পতিবার সকাল ১০ টায় সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্য রাখবেন। সার্বিক তত্ত্বাবধান করেন জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম।