তাপস সরকার, তালা ব্যুরো : তালায় নিরাপদ মৎস্য ও মৎস্যপণ্য উৎপাদন এবং বাজারজাতকরণ শীর্ষক ভ্যালু চেইন উপ- প্রকল্পের আওতায় চাষীদের উৎসাহিত করতে মেন্টরিং প্রোগ্রাম ও সম্মাননা প্রদান করা হয়। বুধবার (২১ মে) সকালে সাস টেকনোলজি পার্ক মাঠে সাতক্ষীরা উন্নয়ন সংস্থা (সাস)-এর আয়োজনে ও পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশন, ইফাদ ও ডানিডা অর্থায়নে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাস-এর নির্বাহী পরিচালক শেখ ইমান আলী।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীলা জেলা মৎস্য কর্মকর্তা জি,এম, সেলিম। রেইজ প্রকল্প কেস ম্যানেজমেন্ট অফিসার, মো: নাজমুল হুসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাইকগাছা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, তালা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ তারিক ইমাম, সহকারী পরিচালক মো:নুরুল ইসলাম, ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর কর্মকর্তা অমিত খামারী, মনিটরিং অফিসার ফেরদৌস রহমান, সহকারী ভ্যালু চেইন ফ্যাসিলিটেটর, মো:সেলিম রেজা, মো: জাহাঙ্গীর হোসেন, শেখ রাফশান জামীসহ সফল খামারিরা ও স্থানীয় চাষিরা। অনুষ্ঠানে তালা, আশাশুনি, কয়রা, পাইকগাছার নির্বাচিত সফল চাষিদের হাতে সম্মাননা ক্রেস্ট ও মৎস্য চাষীদের মাটি ও পানি পরীক্ষায় উদ্বুদ্ধকরণে স্থানীয় সেবা প্রদানকারীদের কারিগরি সেবা প্রদানের জন্য উৎসাহ ভাতা প্রদান করা হয়। অনুষ্ঠানে অন্যান্য খামারিরাও নিরাপদ মাছ চাষের চ্যালেঞ্জ ও সম্ভাবনা নিয়ে মতামত প্রদান করেন।