বিশেষ প্রতিনিধি : সাতক্ষীরা সদরে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় কিশোর-কিশোরীদের অংশগ্রহণে পরিবেশ ভাবনা বিষয়ক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২২ (মে) দুপুরে আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের উদ্যোগে সাতক্ষীরা সদরের ধুলিহর আদর্শ মাধ্যমিক বিদ্যালয়ে ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে জলবায়ু পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলে ঘন ঘন ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততার বিস্তার, কৃষির ক্ষতি এবং সুপেয় পানির সংকটসহ নানা নেতিবাচক প্রভাব নিয়ে শিক্ষার্থীদের মাঝে প্রানবন্ত আলোচনা হয়।
শিক্ষার্থীরা নিজেদের অভিজ্ঞতা, ভাবনা এবং সম্ভাব্য সমাধানের উপায়গুলো উপস্থাপন করে। সাধারণ মানুষদের প্ল্যাকার্ড, পোস্টার এবং নাট্য পরিবেশনার মাধ্যমে জলবায়ু সচেতনতার বার্তা তুলে ধরা যায় বলেও শিক্ষার্থীরা মতামত দেন।
আমরা বন্ধু ইয়ুথ ফাউন্ডেশনের সিনিয়র সদস্য সরদার ওয়াসিফ আহমেদ জিসান বলেন, আমরা চাই কিশোর-কিশোরীরা এখন থেকেই পরিবেশ বিষয়ে সচেতন হয়ে নিজেদের অঞ্চলকে রক্ষা করার জন্য প্রস্তুত হোক এ ধরনের আয়োজন আগামীতে আরও বিস্তৃত পরিসরে বিভিন্ন উপজেলার বিভিন্ন বিদ্যালয়ে অনুষ্ঠিত হবে।
ক্যাম্পেইন বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম বলেন, এমন ধরনের সচেতনতা ক্যাম্পেইলন নিয়মিত হলে ছেলেমেয়েদের দিয়ে সমাজ রাষ্ট্রের ইতিবাচক পরিবর্তন ঘটানো সম্ভব। কুইজ বিজয়ীরা হলেন নবম শ্রেণির মেহেদী হাসান, শান্তামনি ও দশম শ্রেণির সানিয়া।