কুলিয়া প্রতিনিধি : সদরের আলিপুরে কালিগঞ্জ গামী যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সাতক্ষীরা গামী ২টি ইজিবাইকে মুখোমুখি সংঘর্ষে ধাক্কায় ইজিবাইকের এক যাত্রী নিহত হয়, আহত হয়েছে ১০ জন। ২২ মে বৃহস্পতিবার বেলা ১২.৩০ টায় সময়ে সাতক্ষীরা-কালিগঞ্জ মহাসড়কের আলিপুর চেকপোস্ট সংলগ্ন সরদার বাড়ি মোড়ে এই দুর্ঘটনা ঘটে। নিহত ইজিবাইকের যাত্রীর নাম সুফিয়া খাতুন (৪২)। তিনি দক্ষিণ আলিপুর গ্রামের নজরুল ইসলামের স্ত্রী।
নিহতের ধাক্কায় কুকচি ফেঁটে রক্ত ক্ষরণের ফলে সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২.৩০ টার সময়ে মৃত্যু বরণ করে। এ, জেট, গ্লোন্ডেন লাইন নামের বাসটির নাম্বার খুলনা মেট্রো-জ ১১-০০৮৭, ঘাতক বাসটির ধাক্কায় একটি ইজিবাইক দুমড়ে মুচড়ে খাদে পড়ে যায়, অন্য ইজিবাইকটি দুমড়েমুচড়ে বাসের সামনের ডানপাশে বেঁধে থেকে বাসটি থেমে যায়।
আহতরা হলেন, নিহতের মেয়ে হালিমা খাতুন (২০) ও তার ছেলে আনাস (৪), আহত ইজিবাইক চালক সদরের উত্তর কাটিয়া গ্রামের শেখ মুনছুর আলীর ছেলে শেখ আবুল কালাম সহ অন্যান্যদের সাতক্ষীরা মেডিকেল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীনে আছেন, কেহ চিকিৎসা নিয়ে বাড়িতে গেছেন। এব্যাপারে আলিপুর ইউনিয়নের চেয়ারম্যান ও বাস মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুর রউফ সাহেব বলেন, আমি জানার পরে তৎক্ষনাৎ আমার গ্রাম পুলিশদের ঘটনাস্থলে পাঠায়, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। এবং বাসটি ও দুমড়ে মুচড়ে যাওয়া ইজিবাইক ২টি উদ্ধার করে আমার ইউনিয়ন পরিষদে রেখেছি।