আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার কাদাকাটি ইউনিয়নে পানিতে ডুবে রওশান আলী (৭০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। বৃহস্পতিবার সকালে কাদাকাটি বিলে এঘটনা ঘটে। পরিবার সূত্রে জানা গেছে, রওশন আলী বৃহস্পতিবার সকালে তার গরু খুঁজতে বাড়ি থেকে বেরিয়ে যান। অনেক বেলা হলেও না ফেরায় বাড়ির লোকজন উৎকন্ঠায় ছিল। বেলা ১১টার দিকে মহিদুল নামে এক ব্যক্তি পার্শ্ববর্তী খালে মৃতদেহ ভাসতে দেখে জানালে পাশের লোকজন মৃতদেহ দেখতে ভীড় জমায়।
বিষয়টি আশাশুনি থানার অফিসার ইনচার্জকে অবহিত করা হলে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ ঘটনাস্থলে পৌঁছে লাশটি খাল থেকে উঠানোর ব্যবস্থা করেন। এসময় রওশন আলীর পরিবারের লোকজন লাশ শনাক্ত করেন। স্থানীয়রা জানান, তিনি ইতিপূর্বে দু’বার স্ট্রোক করেছিলেন এবং সে শারীরিক ভাবে খুব অসুস্থ ছিলেন।
মৃতের ছেলে খোকন সরদার বলেন, সকালে ভাত খেয়ে তার পিতা মাঠে যায় কিন্তু আর বাড়ি ফিরেনি। আমরা অনেক খোঁজাখুঁজি করে না পেয়ে ভেববেছিলাম হয়তো চাঁদপুর গ্রামে ফুফুর বাসায় যাওয়ার কথা ছিল সেখানে চলে গেছে। লোকজনের মুখে পানিতে লাশ ভাসার কথা শুনে আমরা দুই ভাই সেখানে যাই। লাশটি উপুড় হয়ে থাকার কারণে আমরা চিনতে পারিনি। থানায় সংবাদ দিলে পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল ওয়াদুদ উপস্থিত হয়ে লাশ উঠালে দেখে চিনতে পারি।