নাজমুল হুদা, ঝাউডাঙ্গা প্রতিনিধি : ঝাউডাঙ্গার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আজমল উদ্দিন কে বরখাস্ত করা হয়েছে। দায়িত্ব ও কর্তব্যে অবহেলা এবং পরিষদের সামনে বাজার বসানোর অভিযোগে সাময়িক বরখাস্ত হলেন সাতক্ষীরা সদর উপজেলার ১১নং ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আজমল উদ্দিন। গত ১৭ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের এক নোটিশে এ আদেশ প্রজ্ঞাপন জারি করা হয়। এঘটনা আজ একমাস পর জানাজানি হওয়ায় এলাকাজুড়ে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।
জানা যায়, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে তিনি ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের নৌকার মনোনীত প্রার্থী হিসেবে নির্বাচন করে নির্বাচিত হন। তিনি সদর উপজেলার আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম একজন সদস্য। তাছাড়া আজমল উদ্দিন উক্ত ইউনিয়ন পরিষদের চারবারের নির্বাচিত চেয়ারম্যান ছিলেন। এবিষয় জানতে আজমল উদ্দিনের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করেও ফোন বন্ধ পাওয়া যায়। তবে বিশ্বস্ত সূত্রে জানা যায় তিনি এ আদেশের বিরুদ্ধে চ্যালেঞ্জ করে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট দায়ের করেছেন।
এলাকাবাসী সূত্র জানা যায়, চেয়ারম্যান আজমল উদ্দিনের জনপ্রিয়তা থাকলেও ইউনিয়ন পরিষদে সেবাদানের ক্ষেত্রে তার ব্যাপক দুর্বলতা ও অবহেলার অভিযোগ রয়েছে। জনগনের ভোটে নির্বাচিত হয়েও তাকে জনগণের প্রয়োজনে পাশে পাওয়া যায়না। নিয়মিত ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আসেন না। কোনো জরুরি কাগজে স্বাক্ষরের প্রয়োজন হলেও দিনের পর দিন অপেক্ষা করতে হয়। তিনি বাড়ীতে বেশিভাগ সময় কাটান বলে অভিযোগ স্থানীয়দের। তবে জনগনের সেবাদানে যাতে বিঘ্ন না ঘটে তাই দ্রুত ইউনিয়ন পরিষদে প্রশাসক নিয়োগ দেওয়ার দাবি জানিয়ে জেলা প্রশাসকের সুদৃষ্টি কামনা করেছেন এলাকাবাসী।