শহর প্রতিনিধি : সাতক্ষীরায় স্পোর্টস ফর প্রোটেকশন, রেজিলিয়েন্স অ্যান্ড ট্রান্সফরমেশন (স্পিরিট)” প্রকল্পের অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে সাতক্ষীরা উপজেলা ডিজিটাল কর্নারে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি খুলনা অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোঃ হুসাইন শওকত।
ব্রেকিং দ্য সাইলেন্সে পরিকল্পনা ও কর্মসূচি পরিচালক মোহাম্মদ জাহিদুল ইসলামের সভাপিতত্বে ও ব্রেকিং দ্য সাইলেন্সে সাতক্ষীরার অফিস ইনচার্জ শরিফুল ইসলামের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অতীশ সরকার, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা রিয়াজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহার প্রমুখ। উন্মুক্ত আলোচনায় অংশ নেন সাতক্ষীরা আলিয়া মাদ্রাসার অধ্যক্ষ মুখতি আক্তারুজ্জামান, সাংবাদিক কল্যাণ ব্যানার্জী, পাবলিক লাইব্রেরীর সাধারণ সম্পাদক কামরুজ্জামান রাসেল, টিআইবির পবিত্র মোহন দাশ, ফুটবল কোর্চ ইকবাল কবীর খান বাপ্পী প্রমুখ।
এছাড়াও, আয়োজক ও সহযোগী সংস্থার প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তরা বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা এবং স্থানীয় পর্যায়ে ক্রীড়ার মাধ্যমে সুরক্ষা, সহনশীলতা ও রূপান্তর আনয়নের লক্ষ্যে এই প্রকল্পটি গ্রহণ করা হয়েছে। এই প্রকল্পের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠী, বিশেষ করে তরুণ সমাজকে জলবায়ু পরিবর্তনজনিত ঝুঁকি মোকাবিলায় সচেতন করা হবে এবং ক্রীড়াকে একটি শক্তিশালী মাধ্যম হিসেবে ব্যবহার করে তাদের মধ্যে সহনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশে সহায়তা করা হবে। জলবায়ু পরিবর্তনের ক্রমবর্ধমান হুমকির কথা উল্লেখ করে বলেন, স্থানীয় পর্যায়ে এই ধরনের উদ্ভাবনী উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।