স্টাফ রিপোর্টার : হাইকোর্টের আদেশের কপি নিয়ে সাতক্ষীরা পৌরসভা গেলেন সাতক্ষীরা জেলা বিএনপি’র যুগ্ম আহবায়ক মেয়র তাসকিন আহমেদ চিসতি। বৃহস্পতিবার দুপুরে মেয়র তাসকিনের পৌরসভা আগমনের খবর জানতে পেরে পৌরবাসী ছুটে যান পৌরসভায়। ততক্ষণ মেয়র পৌরসভার প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ইশতিয়াক আহমেদের সাথে পৌরসভার নাগরিক সেবার দুর্ভোগের বিষয় নিয়ে কথা বলছিলেন। এক পর্যায়ে পৌরসভার নাগরিক সেবা প্রদানের দুর্ভোগ কমানোর জন্য সিইও কে আন্তরিক হয়ে কাজ করার আহ্বান জানান।
হাইকোর্টের আদেশের কফি প্রদানকালে মেয়র চিসতী বলেন, তিনি সাতক্ষীরা পৌরসভার দুইবারে নির্বাচিত মেয়র। জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হলেও দায়িত্ব পালনে বারবার তাকে বাধা দেওয়া হয়েছে। মিথ্যা মামলা দিয়ে দূরে রেখে তৎকালীন সময়ের সিইও ও কাউন্সিলর ফিরোজ পৌরসভার অর্থ নিজেরা লোপাট করেছে। ফ্যাস্টিট সরকারের রাজনৈতিক প্রতিহিংসার কারনে সম্পূর্ণ বেআইনিভাবে স্থানীয় সরকার মন্ত্রনালয় ২০২৩ সালে মেয়র পদ শূন্য ঘোষণা করে নির্বাচন দেওয়ার নির্দেশনা দেন।
ঐ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে রিট পিটিশন দাখিল করলে আদালত তা স্থগিতাদেশ প্রদান করেন। চলতি বছরের ১২ জানুয়ারি বিচারপতি মোহাম্মদ মোস্তফা জামান এবং বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বিভাগের দ্বৈত বেঞ্চ রুলটি নিস্পত্তি করেন। ফলে মেয়র পদে দায়িত্ব পালনে কোন বাধা থাকতে পারেনা। তিনি আরো বলেন, সরকার পৌরসভায় প্রশাসক বসিয়েছে সেটিকে সম্মান দেখিয়েছি। তবে দায়িত্ব বুঝে নিতে গত ৭ মে আইজীবির মাধ্যমে মেয়রের কার্য পরিচালনা করার জন্য উকিল নোটিশ পাঠিয়েছি। কিন্তু আজ অবধি কোন ব্যবস্থা নেওয়া হয়নি। আগামী সাত দিনের মধ্যে মেয়রের দায়িত্ব বুঝিয়ে না দিলে বৃহত্তর পৌরসভার নাগরিকদের সাথে নিয়ে আন্দোলনের মাধ্যমে দায়িত্ব বুঝে নেওয়া হবে। পরে তিনি পৌরসভা চত্বরে সাংবাদিকদের সাথে বিগত দিনের বিভিন্ন অনিয়মের বিষয় তুলে ধরেন।