অহিদুজামান, দেবহাটা ব্যুরো : উপজেলা পর্যায়ে ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে ২০২৫-শনিবার সকাল ১০টায় দেবহাটা উপজেলা রিসোর্স সেন্টারে উপজেলা সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্ষুদ্রঋণ কার্যক্রমের গতিশীলতা আনয়ন শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। দেবহাটা উপজেলা সমাজসেবা অফিসার অধীর কুমার গাইন এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রাখেন খুলনা বিভাগীয় সমাজসেবা উপ-পরিচালক খান মোতাহার হোসেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এ ক্ষুদ্রঋণে সার্ভিস চার্জ ছাড়া কোন প্রকার সুদ দেওয়া হয় না। সার্ভিস চার্জের টাকা প্রতি গ্রাম কমিটির সদস্যদের নামে জমা হয়। তিনি আরো বলেন, এই টাকা ঋণ নিয়ে আপনারা ব্যবসার কাজে লাগাবেন, কেহ কেহ এই টাকা পেয়ে গাড়ি,বাড়ি অথবা স্বর্ণের অলোংকার তৈরী করেন। তাহলে সরকারের উদ্দেশ্য সফল হবে না। বিশেষ অতিথির বক্তব্যে রাখেন সাতক্ষীরা জেলা সমাজসেবা উপ-পরিচালক জনাব সন্তোস কুমার নাথ, জেলা সমাজসেবা সহকারী পরিচালক মো: রোকনুজ্জামান, দেবহাটা থানার অফিসার ইনচার্জ গোলাম কিবরিয়া হাসান।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা প্রেস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ডাঃ অহিদুজ্জামান ও সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম। আরোও উপস্থিত ছিলেন দেবহাটা সমাজসেবা ফিল্ড সুপারভাইজার মঈনুল হাসান, সমাজসেবা ইউনিয়ন সমাজকর্মী শেখ মাহবুবার রহমান, ইউনিয়ন সমাজকর্মী পল্লব কুমার মল্লিক ও মুকুল হোসেন সহ উপজেলার সমাজসেবার উপকার ভোগী কর্মদল ও গ্রাম কমিটির সভাপতি এবং দলনেতারা। অনুষ্ঠান শেষে প্রশিক্ষণ কোর্সের সনদ পত্র প্রদান করেন।