শনিবার , ২৪ মে ২০২৫ | ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

দৈনিক ইনকিলাবের কলারোয়া প্রতিনিধি এ্যাড. আব্দুল হামিদ আর নেই

প্রতিবেদক
satkhirar sakal
মে ২৪, ২০২৫ ১১:০৬ অপরাহ্ণ

মেহেদী হাসান শিমুল : দৈনিক ইনকিলাবের সাতক্ষীরার কলারোয়া উপজেলা প্রতিনিধি এ্যাডভোকেট আব্দুল হামিদ (৭০) আর নেই। শনিবার (২৪ মে ২০২৫) সকাল ৮টার দিকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ভাই সোনাবাড়িয়া হাইস্কুলের শিক্ষক আব্দুল আজিজ বাবু জানান, আব্দুল হামিদ দীর্ঘদিন অসুস্থ অবস্থায় কলারোয়া উপজেলার সোনাবাড়িয়ার গ্রামের বাড়িতে চিকিৎসাধীন ছিলেন। শনিবার ভোরে গুরুতর অসুস্থ হয়ে পড়লে প্রথমে তাকে সাতক্ষীরা ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালে নেয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তিনি মৃত্যুর কোলে ঢলে পরেন। প্রসঙ্গত তিনি শারীরিক প্রতিবন্ধী ছিলেন।

তিনি আরো জানান, শনিবার দুপুর ২ টায় সোনাবাড়িয়ার বাড়িতে তার নামাজে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে। তিনি সবার কাছে তার ভাইয়ের জন্য দোয়া কামনা করেছেন। এদিকে, প্রবীণ সাংবাদিক এডভোকেট আব্দুল হামিদের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দৈনিক ইনকিলাবের স্টাফ রিপোর্টার ও দ্য এডিটরস এর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা শেখ আব্দুল ওয়াজেদ কচি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর