বুধবার , ২৮ মে ২০২৫ | ১৫ই জ্যৈষ্ঠ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

কালিগঞ্জে ইতালি পাঠানোর নামে প্রতারণা: স্বামী লিবিয়ায় আটক, থানায় স্ত্রীর অভিযোগ

প্রতিবেদক
satkhirar sakal
মে ২৮, ২০২৫ ১২:৪২ পূর্বাহ্ণ

ফজলুল হক, কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ধলবাড়িয়া ইউনিয়নের গনেশপুর গ্রামের বাসিন্দা মোছাঃ সালমা শিরিন (৩৪) কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন তিনি, তার স্বামী মোঃ সুবাহান গাজীকে ইতালি পাঠানোর প্রতিশ্রুতি দিয়ে প্রতারণা করা হয়েছে।

অভিযুক্ত একই গ্রামের মোহাম্মদ আলী গাজীর ছেলে ইতালি’র মানব পাচারকারী চক্রের মাফিয়া মূল হোতা শফিকুল ইসলাম ওরফে ‘কেনা’ এবং তার পরিবারের সদস্যরা দ্বিতীয় স্ত্রী মোছাঃ মরিয়ম খাতুন, প্রথম স্ত্রী মোছাঃ রাবেয়া খাতুন, ছেলে ইমন গাজী ও মেয়ে ইভা খাতুন সুবাহান গাজীকে লিবিয়ায় নিয়ে গিয়ে আটকে রেখেছেন এবং অতিরিক্ত অর্থ দাবি করছেন। সালমা শিরিন সাংবাদিকদের জানান, ২০২৩ সালে শফিকুল ইসলাম তার স্বামীকে ইতালি পাঠানোর প্রস্তাব দেন এবং চুক্তি অনুযায়ী ১১ লাখ টাকা গ্রহণ করেন।

পরবর্তীতে বিভিন্ন অজুহাতে আরও ৫ লাখ ৫০ হাজার টাকা নেওয়া হয়, মোট ১৬ লাখ ৫০ হাজার টাকা। কিন্তু সুবাহানকে ইতালি না পাঠিয়ে লিবিয়ায় আটকে রাখা হয় এবং বর্তমানে তিনি সেখানে অসুস্থ অবস্থায় রয়েছেন। সালমা আরও অভিযোগ করে জানান, অভিযুক্তরা তার স্বামীকে হত্যা বা গুম করার হুমকি দিচ্ছেন এবং আরও অর্থ দাবি করছেন।

এ বিষয়ে তিনি কালিগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন এবং আইনগত সহায়তা কামনা করেছেন। অভিযুক্তরা আত্মীয় হওয়ায় বিশ্বাসভঙ্গের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী পরিবার চরম আর্থিক ও মানসিক দুর্দশায় রয়েছে। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, শফিকুল ইসলাম ওরফে ‘কেনা’ এলাকাসহ বিভিন্ন জেলা থেকে ইতালি পাঠানোর প্রলোভনে সাধারণ মানুষকে লিবিয়ায় নিয়ে গিয়ে জিম্মি করে অতিরিক্ত অর্থ আদায় করছে।

সালমা শিরিনের অভিযোগটি মানব পাচারের বিরুদ্ধে আইনশৃঙ্খলা বাহিনীর উচিত দ্রুত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা, এবং যাতে ভবিষ্যতে এ ধরনের প্রতারণা রোধ করা যায়। যোগাযোগ করা হলে অভিযুক্ত শফিকুল ইসলামের দ্বিতীয় স্ত্রী মরিয়ম খাতুন সাংবাদিকদের জানান, “ইতালিতে নিয়ে যাওয়ার চুক্তি ছিল। পরবর্তীতে অনেকবার নিয়ে যাওয়ার চেষ্টা করলেও ইতালিতে সম্ভব হয়নি। বর্তমানে সুবাহান গাজী লিবিয়ায় আছেন।”

এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মহাম্মদ হাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

জেলা জার্নালিস্ট এ্যাসোসিয়েশনের নির্বাচনে ১৭টি পদের বিপরীতে ২৯ জনের মনোনয়ন পত্র গ্রহণ

অসুস্থ সাংবাদিক আরশাদ আলীর শয্যা পাশে স্থানীয় সাংবাদিকরা

দেবহাটা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ বার্ষিক সাধারণ সভা

পেশাজীবী প্রান্তিক জনগোষ্ঠীর জীবনযাপনের মান উন্নয়নে অবহিতকরণ সভা

তেঁতুলিয়ায় কৃষক, শ্রমিক, দিনমজুরের নামে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবীতে মানববন্ধন

প্রচার-প্রচারণায় ব্যাস্ত সময় পার করছে প্রভাষক সুশান্ত কুমার মন্ডল

শ্যামনগরে ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেল চালক নিহত

কালিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্টে বৃদ্ধের মৃত্যু

দ্বিতীয় স্বাধীনতা অর্জনে ফয়জুল্যাপুরে গণআন্দোলনে শহীদ ও আহতদের স্মরণে দোয়া

আসিফ হাসানের কবর জিয়ারত করলেন উদীচী সাতক্ষীরার নেতৃবৃন্দ