কালিগঞ্জ প্রতিনিধি : কালিগঞ্জ উপজেলার ভাড়াশিমলা ইউনিয়নের বাগবাটি গ্রামে জমিজমা নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে এক পরিবারকে মারধরের অভিযোগ উঠেছে। হামলায় নারীসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে একজন গৃহ বধুকে হত্যার চেষ্টা করা হয় বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। ভুক্তভোগী মহাদেব দাস (৩০) এ ঘটনায় কালিগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে সূত্রে জানা গেছে, গত (২৬ মে) বিকাল সাড়ে ৪টার দিকে তার ছোট ভাই বসুদেব দাস (২৫) নিজ বসতভিটায় ঘর নির্মাণের কাজ করছিলেন। এ সময় প্রতিবেশী চাচাতো শ্বশুর গৌরপদ দাস (৬০), তার ছেলে লক্ষ্মীপদ দাস (৩৬) ও পুত্রবধূ ঝর্ণা দাস (২৮) নির্মাণ কাজে বাধা দেন। তারা গালিগালাজ করে এবং সদ্য নির্মিত ঘরটি ভাঙচুর করে। এ সময় বাধা প্রধান করলে অভিযুক্ত হামলাকারীরা মহাদেবের স্ত্রী মাধবী লতা (২৪), বোন সাথি আছারি পিতা নিরাপদ দাস ও ছোট ভাইয়ের স্ত্রী লক্ষ্মী দাসীকে মারপিট করে।
অভিযোগে উল্লেখ করা হয়, লক্ষ্মীপদ দাস লোহার হামানদিস্তা দিয়ে মাধবী লতার মাথায় আঘাত করেন, এতে তিনি রক্তাক্ত জখম হন। পরে গৌরপদ ও ঝর্ণা দাস তার বুকের ওপর উঠে গলায় পা দিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন। আহতদের ডাক চিৎকারে স্থানীয়রা ছুটে এসে উদ্ধার করে কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। মাধুরী লতা গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, অন্যরা প্রাথমিক গ্রাম্য ডাক্তারের চিকিৎসাধীন অবস্থায় আছেন। এ বিষয়ে কালিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ হাফিজুর রহমান ঘটনা সত্যতা স্বীকার করে বলেন অভিযোগ পেয়েছি, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।