মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ | ১৭ই আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

সীমান্তে প্রায় সাড়ে এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে ৩৩ বিজিবি

প্রতিবেদক
satkhirar sakal
জুলাই ১, ২০২৫ ১২:৪৫ পূর্বাহ্ণ

অহিদুজ্জামান খান : সোমবার ৩০ জুন সাতক্ষীরা ৩৩ বিজিবি’র অধীনস্থ ভোমরা, বৈকারী, ঘোনা,কালিয়ানী, কুশখালী, তলুইগাছা, কাকডাঙ্গা, মাদরা, ও চান্দুরিয়া বিওপি এবং বাঁকাল চেকপোস্ট ও ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকায় চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে প্রায় সাড়ে এগারো লক্ষ টাকার ভারতীয় মালামাল আটক করে।

গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ভোমরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৩/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানধীন লক্ষীদাড়ি নামক স্থান হতে ৩৫,০০০/- টাকার মূল্যের ভারতীয় শাড়ি আটক করে।চান্দুরিয়া বিওপি’র বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার -১৭/৭ এস এর ১৬ আরবি হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কাদপুর নামক স্থান হতে ২,৮০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

কাকডাঙ্গা বিওপি’র পৃথক তিনটি বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার ১৩/৩-এস এর ৬, ৭ ও ৮ আরবি হতে আনুমানিক ১৫০-৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন কেরাগাছি, গেরাখালি নামক স্থান হতে ৪,৭৯,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ ও শাড়ি আটক করে। তলুইগাছা বিওপি’র পৃথক দুইটি বিশেষ আভিযানিক দল মেইন পিলার ১৩ হতে আনুমানিক ২০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে কলারোয়া থানাধীন শালবাগান ও নটিজঙ্গল নামক স্থান হতে ১,৪০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

মাদরা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১৩/৩ এস এর ১৪ আরবি হতে আনুমানিক ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে চাঁন্দা মাঠ নামক স্থান হতে ২৭,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। কালিয়ানি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৭/৭০-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন ছয়ঘড়িয়া মাঠ স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

কুশখালি বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-১২/৩-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন শ্বশান ঘাট স্থান হতে ৩৫,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে। ঘোনা বিওপির বিশেষ আভিযানিক দল সীমান্ত পিলার-৬/৫৬-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন মোবারকের মোড় স্থান হতে ৭০,০০০/- টাকা মূল্যের ভারতীয় ঔষধ আটক করে।

বাকাল চেকপোস্ট এর বিশেষ আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সাতক্ষীরা সদর থানাধীন আলীপুর স্থান হতে ১৪,০০০/- টাকা মূল্যের ভারতীয় শাড়ি আটক করে। এছাড়াও, ঝাউডাঙ্গা বিশেষ ক্যাম্পের আভিযানিক দল বাংলাদেশের অভ্যন্তরে সদর থানাধীন তেলকাড়া নামক স্থান হতে ২৪,০০০/- টাকা মূল্যের ভারতীয় থ্রি-পিস আটক করে। সর্বমোট= ১১,৩৯,০০০/- (এগারো লক্ষ উনচল্লিশ হাজার) টাকা মূল্যের বিভিন্ন চোরাচালানী মালামাল আটক করে।

চোরাকারবারী কর্তৃক বর্ণিত মালামাল শুল্ককর ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারত হতে বাংলাদেশে পাচার করায় জব্দ করা হয়। এভাবে ভারতীয় দ্রব্য সামগ্রী চোরাচালানের কারনে দেশীয় শিল্প ক্ষতিগ্রস্থ হবার পাশাপাশি দেশ উল্লেখযোগ্য রাজস্ব আয় হতে বঞ্চিত হচ্ছে। বিজিবি টহলদল কর্তৃক উদ্ধারকৃত ভারতীয় মালামাল সাতক্ষীরা কাস্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে। এছাড়াও মাদকদ্রব্য সমূহ সাতক্ষীরা মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তরে সাধারণ ডায়েরী করতঃ পরবর্তীতে জনসম্মুখে ধ্বংসের নিমিত্তে ষ্টোরে জমা হয়েছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

জেলা প্রশাসক এঁর সাথে নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির মতবিনিময় ও স্মারকলিপি প্রদান

সীমান্তে প্রায় সাত লক্ষ টাকার ভারতীয় মালামাল জব্দ করেছে বিজিবি

পুলিশ সুপার কে সম্মিলিত সাংবাদিক এ্যাসোসিয়েশনের নব-গঠিত কমিটির শুভেচ্ছা

কালিগঞ্জে সাংবাদিকদের ইফতার মাহফিল ও সাধারণ সভা

তালায় বৈসম্যবিরোধি ছাত্র আন্দোলনের রোড মার্চ

আশাশুনিতে কৃষি কর্মকর্তাদের পাক্ষিক প্রশিক্ষণ

রোজাদারদের মাঝে আসাদুজ্জামান বাবুর ইফতার বিতরণ অব্যাহত

বঙ্গীয় সাহিত্য সংস্কৃতি সংসদ সাতক্ষীরা জেলা সংসদের সভা

ভোমরা জিরো পয়েন্টে রাস্তা চলাচলের জন্য মরণকুপে পরিণত

আশাশুনিতে মোবাইল কোর্টে অপরিপক্ক আম বিনষ্ট ও জরিমানা