সকাল রিপোর্ট : সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নূরনগর ইউনিয়নের অসহায় অসুস্থ বৃদ্ধা এক মা মানবেতর জীবনযাপন করছেন এ খবর জানতে পেরে বৃদ্ধা মায়ের বাড়িতে, খাদ্য সামগ্রী নিয়ে গেলেন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন।
সোমবার (৩ অক্টোবর) দুপুরে, নূরনগর শিয়া মসজিদের সামনে দিয়ে (খাল পাড়) ভাঙ্গা ইটের রাস্তা দিয়ে গুড়িগুড়ি বৃষ্টিতে পায়ে হেঁটে গিয়ে অসহায় বৃদ্ধা মায়ের বাড়িতে খাদ্য সামগ্রী নিয়ে গেছেন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের শেখ আল মামুন।
নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা পরিচালক শেখ আল মামুন বলেন, আমি নিরস্বার্থ ভাবে আল্লাহর সন্তুষ্টির জন্য মানবতার কাজ করি। আমি সবসময়ই চেষ্টা করি অসহায় মানুষের পাশে দাঁড়াতে। অনেক কষ্টে দিনাতিপাত করছেন এই বৃদ্ধা মা। আমি আমার সাধ্যমত চেষ্টা করবো উনার পাশে থাকতে।
উল্লেখ, নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের পক্ষ থেকে গত মাহে রমজানে এই অসহায় মা কে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছিল। এসময় উপস্থিত ছিলেন নূরনগর মানবতার কল্যাণ ফাউন্ডেশনের সদস্য মোঃ শফিকুল ইসলাম।