শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় বাসের চাকায় পিষ্ট হয়ে রাশিদা বেগম (৪৮) নামে এক নারীর মৃত্যু হয়েছে। ১৪ মে রবিবার সকাল সাড়ে সাত টার দিকে উপজেলার গোবিনাথপুর মোড়ে যশোর-সাতক্ষীরা সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহত রাশিদা বেগম সাতক্ষীরা সদও উপজেলার তালতলা গ্রামের হবিবর রহমানের স্ত্রী।
নিহতের স্বামী হবিবর রহমান জানান, গত তিন দিন আগে মোটর সাইকেল যোগে তার স্ত্রীকে নিয়ে যশোর বাঁগআচাড়ায় মেয়ের বাড়িতে বেড়াতে যান। সকালে মটরসাইকেল যোগে নিজ বাড়ি সাতক্ষীরার উদ্দেশ্যে রওনা হন স্ত্রী কে নিয়ে। পথিমধ্যে ওই স্থানে আসলে নিয়ন্ত্রন হারিয়ে একটি ট্রলির পিছনে ধাক্কা খেয়ে মটরসাইকেল কাত হয়ে পড়ে যান তারা।
এসময় তার স্ত্রী রাস্তার উপর ছিটকে পড়লে যশোরগামী একটি বাস তার স্ত্রীকে চাপা দিয়ে চলে যায় এবং ঘটনাস্থলে তার স্ত্রীর মৃত্যু হয়।
সাতক্ষীরা কলারোয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহা মোস্তাফিজুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুর্ঘটনার খবর পাওয়া মাত্র কলারোয়া থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনা স্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে কলারোয়া থানায় নিয়ে আসে। লাশ ময়না তদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।