বুধহাটা (আশাশুনি) প্রতিনিধি : আশাশুনি উপজেলা বুধহাটায় বিনা মূল্যে রক্তের গ্রুপ নির্ণয় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বেউলা সমাজ কল্যাণ ফাউন্ডেশনের (বিএসকেএফ) আয়োজনে শুক্রবার বিকালে গাজীর মাঠ সরকারী প্রাথমিক বিদ্যালয় হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংগঠনের সভাপতি মোঃ কামরুল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষানুরাগী ও সমাজকর্মী হুমায়ন কবীর রানা। সংগঠনের সাধারণ সম্পাদক ইয়াছিন আলীর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদস্য আমিরুল ইসলাম, বাবলু হোসেন, ওদুদ, জহির আলী, শামীম রেজা প্রমুখ। আলোচনা সভা শেষে এলাকার ৩৩৪ জনকে বিনামূল্যে রক্তের গ্রæপ করা হয় এবং এলাকার অসহায় ও দুস্থ রোগীদের বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করা হয়।