মঙ্গলবার , ৪ অক্টোবর ২০২২ | ২২শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

মৎস্য ঘেরের আইলে সবজি চাষে সফলতা পেয়েছে কালীগঞ্জের শতশত মৎস্যচাষী

প্রতিবেদক
satkhirar sakal
অক্টোবর ৪, ২০২২ ৪:২৩ অপরাহ্ণ

বাবলা আহমেদ, কালিগঞ্জ : সাতক্ষীরার কালীগঞ্জে মৎস্য ঘেরের আইলে সবজি চাষ লাভজনক হওয়ায় জেলার কালিগঞ্জে অধিকাংশ মৎস্য ঘেরে সবজির চাষাবাদ দিন দিন বাড়ছে। ফলে নিজ এলাকার চাহিদা মিটিয়ে দেশের অন্যান্য জেলায়ও রপ্তানি হচ্ছে এখানকার উৎপাদিত বিভিন্ন সবজি। মৌসুমি ধান ও মাছ চাষ করে একসময় যাদের পরিবার- পরিজন নিয়ে কষ্টে দিন কাটত, লাভজনক সমন্বিত সবজি চাষে এখন তাদের মুখে হাঁসি ফুঁটেছে। ‘অল্প পুঁজিতে অনেক লাভ’ ফলে উৎসাহিত হয়ে এখন সমন্বিত এ চাষের দিকে ঝুঁকছেন অনেকেই।

সরেজমিনে উপজেলার মৌতলা ইউনিয়নের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, অধিকাংশ মৎস্য ঘেরগুলোতে যতদূর চোখ যায় শুধু সবুজের হাতছানি। ঘেরের আইলে ও ঘেরের আইলের উপরে নির্মিত সারি সারি মাচায় ঝুলছে করলা, ঢেঁড়শ, পুঁইশাক, লাউ, কুমড়া, ঝিঙে, আর শসা। বর্ষাকালীন সবজির পাশাপাশি আগাম শীতকালীন সবজি চাষও শুরু করেছেন অনেকে। উপজেলার নরহরকাটি মৌজায় ছোট বড় ৯৫ টি মৎস্যঘের আছে।

এবিলে ৭৬টি ঘেরের আইলে সবজি চাষ করছে। পানিয়া, ঝড়ুখামার, রানীতলা, নেবুখালী, চাতরাসহ বিভিন্ন বিলে শতশত বিঘা জমির মৎস্য ঘেরে মাচা পদ্ধতিতে চাষাবাদ করা হয়েছে। একই সাথে ঘেরের পাড়ে লাগানো হয়েছে পুঁইশাক, ঢেঁড়স, কুলগাছ ও কলাকচু।

সরেজমিনে তথ্য অনুসন্ধান কালে উপজেলার পশ্চিম মৌতলা গ্রামের মৃত জবেদ আলী গাজীর পুত্র আমিনুর রহমান (আমিন), নরহরকাটি গ্রামের শেখ আব্দুল গফুরের পুত্র শেখ রায়হান হোসেন, পানিয়া গ্রামের সাঈদ মেহেদীর পুত্র অনিক মেহেদী, খাজাবাড়িয়া গ্রামের মৃত ছামসুর রহমানের পুত্র মাছুম বিল্লাহ ও নরহরকাটি গ্রামের শেখ শামলীর পুত্র আবু তালেব জানান, তারা দীর্ঘদিন যাবৎ মৎস্য ঘেরে শুধু মাছ চাষ করে আসছিল। বর্তমানে প্রতিটা ঘরের আইলে আমরা সবজি চাষ করছি।

সাতক্ষীরা কৃষিস¤প্রসারণ অধিদপ্তর (ঘামারবাড়ি) সূত্রে জানা যায়, চলতি বছর জেলার ৮শ’৭৫ হেক্টর জমির আইলে (মৎস্য ঘেরের ভেঁড়ি) বিভিন্ন প্রকারের সবজি চাষ হয়েছে। কালিগঞ্জ উপজেলায় ১শ’৩৫ হেক্টর জমির আইলে সবজির চাষ হচ্ছে। দিন গেলে এ উপজেলার বিভিন্ন ইউনিয়নে ঘেরের আইলে আরও বেশি বেশি সবজি চাষে উদ্বুদ্ধ হবে চাষীরা।কালিগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান সাঈদ মেহেদী বলেন আমি ইউপি চেয়ারম্যান থাকাবস্থায় কৃষক ক‚লকে উদ্বুদ্ধ করতে পেরেছিলাম বলেই আজ এই সফলতার মুখ দেখছি। উপজেলায় আরও অনেক ইউনিয়নের চাষীরা ঘেরের আইলে সবজি চাষ শুরু করেছে। আমি সকলকে আরও আন্তরিকতার সাথে আইলে সবজি চাষের আহবান করেই চলেছি এবং আমি সফল হবো। বর্তমান কৃষিবান্ধব সরকার কৃষকদের কল্যাণে অনেক অবদান রেখে চলেছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

১৭ আগস্ট সিরিজ বোমা হামলার প্রতিবাদে পাইকগাছায় আ.লীগের স্মরণ সভা

দুই বাংলার কবি ও সাহিত্যিকদের নিয়ে কালিগঞ্জে গঙ্গা-যমুনা সাহিত্য উৎসব

বুধহাটা বাহাদুরপুর ভুবন মোহন কলেজিয়েট স্কুলের বার্ষিক ফলাফল প্রকাশ

দেবহাটায় আন্তর্জাতিক অভিবাসী, প্রবাসী দিবসে র‌্যালি ও আলোচনা সভা

কালিগঞ্জ উপজেলা রাজস্ব অফিস গণপাঠাগারের ইফতার

মৌচাক সাহিত্য পরিষদের ইফতার মাহফিল

আশাশুনির প্লাবিত এলাকায় নৌবাহিনীর জরুরি ত্রাণ ও মেডিকেল সহায়তা প্রদান

আশাশুনির বড়দল ও খাজরায় সমাজ কর্মীদের গুরুত্ব বিষয়ক সভা

আশাশুনিতে দোকান ও বাড়ি ভাংচুর-লুটপাটের প্রতিবাদে মানববন্ধন

রেমালে ক্ষতিগ্রস্ত কৃষকের মাঝে বিনামূল্যে বীজ, সার ও নারিকেল চারা বিতরণ