শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়ায় ভূমিসেবা সপ্তাহ-২৩’র উদ্বোধন করা হয়েছে। ‘স্মার্ট ভূমি সেবায় ভূমি মন্ত্রণালয়’ প্রতিপাদ্যকে সামনে রেখে ভূমি মন্ত্রণালয়ের উদ্যোগে সোমবার (২২ মে) সকাল সাড়ে ১০ টায় ভূমিসেবা সপ্তাহ’র কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস।
উপজেলা ভূমি অফিসের ব্যবস্থাপনায় ২২ মে থেকে ২৮ মে পর্যন্ত ভূমিসেবা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তাহমিনা সুলতানা নীলা’র সভাপতিত্বে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন নায়েমের সহকারী পরিচালক ড. লিটন কান্তি হাওলাদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ আবুল হোসেন মিয়া, প্রাণী সম্পদ কর্মকর্তা সাইফুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা এম এ সোহেল, কলারোয়া প্রেসক্লাবের সভাপতি শেখ মোসলেম আহমেদ, ভূমি অফিসের প্রনব কুমার, সাংবাদিক এম এ সাজেদ, আরিফুল হক চৌধুরী, আজমল হোসেন বাবুসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক ও ভূমিসেবা গ্রহনকারী জনগন। অনুষ্ঠানে জনগনকে নিজ নাগরিক অধিকারের ব্যাপারে সচেতনতা বৃদ্ধিতে ভূমি রেজিস্ট্রেশন- মিউটেশন, আন্তসংযোগ, স্মার্ট ভূমি নকশা, স্মার্ট ভূমি রেকর্ড, ভূমি কর প্রদান সহ ভূমি অফিস থেকে সেবামূলক বিভিন্ন কার্যক্রম প্রোজেক্টারের মাধ্যমে তুলে ধরা হয়।
উল্লেখ্য, অনুষ্ঠান শেষে অনলাইনে আবেদনকৃত নাগরিকদের মাঝে ভূমি রেজিস্ট্রেশন ও ভূমি কর জমাদানের কাগজপত্র প্রদান করা হয়।