সকাল ডেস্ক : বৃহস্পতিবার ২৫ মে ২০২৩ সাতক্ষীরার পলাশপোলস্থ খান এন্ড খান চৌধুরী ফাউন্ডেশন (কেসিএফ) এর নিজস্ব কার্যালয়ে শহীদ খান-কেসিএফ বৃত্তি প্রকল্পের উদ্যোগে মেধাবী ও দুঃস্থ শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করা হয়। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খান এবং খান চৌধুরীফাউন্ডেশনের সিনিয়র সহসভাপতি আফরোজার রহমান খান চৌধুরী, সাধারন সম্পাদক দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার সম্পাদক ও প্রকাশক তারেকুজ্জামান খান, যুগ্ম-সম্পাদক মোঃ খলিলুর রহমান খান, সহ-সম্পাদক তৈয়ব হাসান শামসুজ্জামান, সহ-সম্পাদক হুমায়ুন মাকসুদ খান চৌধুরী, কোষাধক্ষ্য মোস্তাকুর রহমান খান চৌধুরী, ধর্ম বিষয়ক সম্পাদক রিয়াসাত হোসেন খান চৌধুরী, প্রচার সম্পাদক মমতাজ হাসান খান, কার্য নির্বাহী কমিটির সদস্য শহিদ হাসান খান চৌধুরী এবং সুমন খান চৌধুরী।