নিজস্ব প্রতিনিধি : পবিত্র ঈদ-উল আযহা উদযাপন উপলক্ষে সাতক্ষীরা সদরের মাগুরা-তালতলা হাজী আনিছুর রহমান ঈদগাহ পরিচালনা কমিটির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। মাগুরা-তালতলা হাজী আনিছুর রহমান ঈদগাহ পরিচালনা কমিটির আয়োজনে শুক্রবার বিকাল ৫টায় হাজী আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসা কমপ্লেক্সে উক্ত প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
ঈদগাহ পরিচালনা কমিটির সভাপতি মোঃ নূরুজ্জামানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা মোঃ আবিদার রহমান, মোঃ আলমগীর, হাজী আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসার সুপার মোঃ আজগার হোসেন, মাগুরা-তালতলা সিএন্ডবি জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মোঃ মনোয়ার হোসেন ফিরোজ, ঈদগাহ কমিটির দপ্তর সম্পাদক মোঃ ওবায়দুল ইসলাম, প্রচার সম্পাদক সাংবাদিক আলতাফ হোসেন বাবু। এছাড়া উপস্থিত ছিলেন সদস্য মোঃ রুহুল বারী, আরিফুল ইসলাম, জাহিদুল ইসলাম, আনছার আলী প্রমুখ।