রবিবার , ১১ জুন ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

মুন্সীগঞ্জ ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে জেলে কার্ডের চাউল বিতরণ

প্রতিবেদক
satkhirar sakal
জুন ১১, ২০২৩ ১২:০২ পূর্বাহ্ণ

শ্যামনগর ব্যুরো : শ্যামনগর উপজেলার মুন্সীগঞ্জে ইউনিয়ন পরিষদে উৎসব মুখর পরিবেশে জেলে কার্ডের চাউল বিতরণ শেষ করেছে। সুন্দর পরিবেশে চাউল নিতে পেরে জেলেরা খুবই আনান্দিত। পহেলা জুন থেকে মাছের প্রজনন মৌসুমে ৯৫ দিনের জন্যে সুন্দরবনে প্রবেশের সকল ধারনের পাশ বন্ধ থাকায়। সরকারের পক্ষ থেকে প্রতিটা জেলের জন্যে ৮৬ কেজি চাউল বরাদ্দ করা হয়।

সেই ধারাবাহিকতায় মুন্সীগঞ্জ পরিষদে গত ৪ জুন থেকে চাউল বিতরণের উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান বাবু অসীম কুমার মৃধা। ১১৯৩ জন জেলের মাঝে প্রথম ধাপের চাউল বিতরণ শেষ করেছে উৎসব মুখর পরিবেশে। চাউল নিতে আসা জেলে রফিকুল ইসলাম বলেন, আমরা এই প্রথম সরকারি নিয়ম অনুযায়ী চাউল নিতে পেরেছি।

আনান্দের সাথে চাউল নিতে পেরেছি এবং চেয়ারম্যান নিজে দাড়িয়ে থেকে চাউল মেপে দেছে। আরেক জেলে আমিনুর রহমান সহ একাধিক জেলে বলেন, জেলে কার্ডের চাউল নিতে আসলে অনেক ভোগান্তি পোহাতে হয়। কিন্তু এই চেয়ারম্যানের সময় সচ্ছ ভাবে চাউল বিতরণ করছে। যারা প্রকৃত জেলে তারা চাউল পাচ্ছে। আমরা খুব ভালো ভাবে চাউল নিতে পেরেছি। এ বিষয় মুন্সীগন্জ ইউপি চেয়ারম্যান অসীম কুমার মৃধা বলেন, আমি সরকারি নিয়ম মেনে চাউল বিতরণ করেছি। কোন জেলেকে চাউল কম দেইনি। এই কোন ইউনিয়নে উৎসব মুখর পরিবেশে চাউল বিতরণ করা হয়েছে।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত