শাহ জাহান আলী মিটন, শহর প্রতিনিধি : ক্লাইমেট – স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চালের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। কৃষি স¤প্রসারণ অধিদপ্তর সাতক্ষীরা সদরের আয়োজনে মঙ্গলবার (১৩ ই জুন) সাতক্ষীরা সদর উপজেলা অডিটোরিয়ামে এ অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা-তুজ জোহরা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ আসাদুজ্জামান বাবু। স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ মনির হোসেন। ক্লাইমেট – স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চালের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্প বিষয় বক্তব্য রাখেন প্রকল্প পরিচালক শেখ ফজলুল হক মনি।
এ সময় ক্লাইমেট-স্মার্ট প্রযুক্তির মাধ্যমে খুলনা কৃষি অঞ্চালের জলবায়ু পরিবর্তন অভিযোজন প্রকল্পের অবহিতকরণ কর্মশালায় সদর উপজেলার বিভিন্ন এলাকার কৃষক উপস্থিত ছিলেন।