আলী নেওয়াজ আশাশুনি : আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের মহেশ্বরকাটি গ্রামের ব্যবসায়ী পলাশ সরদার ওরফে বাবলু (৪৫) মৃতবরণ করেছেন। শুক্রবার দুপুর পৌণে একটার দিকে তিনি মৃত্যুবরণ করেন। মহেশ্বরকাটি গ্রামে সমাজ সেবক বিমল সরদারের ছেলে পলাশ আড়াই মাস পূর্বে অসুস্থ হয়ে পড়লে তাকে চিকিৎসার জন্য ভারতে পাঠানো হয়।
সেখানে পরীক্ষা নীরিক্ষাকালে লিভারে টিউমার ও টিউমারে ক্যান্সার হয়েছে বলে ধরা পড়ে। অবস্থা আয়ত্বের বাইরে হওয়ায় চিকিৎসকরা অপারেশন করেননি। সেখান থেকে দেশে ফিরে আসার পর শুক্রবার তিনি বাড়িতেই মারা যান।
এদিন বিকাল সাড়ে ৪ টায় মহেশ্বরকাটি শ্মশানে তার সৎকার করা হয়। মৃতকালে তিনি পিতা-মাতা, স্ত্রী, ৬ষ্ঠ শ্রেণিতে পড়–য়া ছেলে ও ২ মাস বয়সী কন্যা সন্তান রেখে গেছেন। আশাশুনি উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী, বুধহাটা ইউপি চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহবুবুল হক ডাবলু, সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আ ব ম মোসাদ্দেকসহ এলাকার বহু মানুষ এসময় উপস্থিত ছিলেন।