আশাশুনি প্রতিনিধি : আশাশুনিতে এলডিডিপি প্রকল্পের অধীন পিজি সদস্যদের মাঝে ছাগল-ভেড়া পালনের ঘর নির্মানের জন্য চেক বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (২০ জুন) সকালে উপজেলা প্রাণি সম্পদ দপ্তর চত্বরে এ চেক বিতরণ করা হয়। প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) এর অধীনে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩৯ জন পিজি সদস্যকে ২০ হাজার টাকা করে চেক বিতরণ করা হয়।
ছাগল-ভেড়ার ঘর নির্মাণের জন্য প্রকল্পের অধীনে এ অর্থ সহায়তার চেক তুলে দেন, উপজেলা নির্বাহী অফিসার মোঃ ইয়ানুর রহমান। উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা (অতি: দা:) ডাঃ এস এম মাহবুবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ তরিকুল ইসলাম ও প্রাণি সম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডাঃ মোঃ তৌহিদুল ইসলাম উপস্থিত ছিলেন।