শ্যামনগর প্রতিনিধি : শ্যামনগর উপজেলার ৬২নং মুন্সীগঞ্জ সেন্ট্রাল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সুন্দদরবন প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি বিলাল হোসেন। রবিবার সকাল ১১টায় বিদ্যালয়ের কক্ষে অভিভাবক সদস্যদের সম্মতিতে সভাপতি নির্বাচিত করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলেখালি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী আশরাফ হোসেন, ফরেষ্ট মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক আয়ুব আলী, অত্র বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সেলিম হোসেন মিলন, সাবেক সভাপতি মোস্তাফিজুর রহমান বকুল, আব্দুল মজিদ গাজীসহ বিদ্যালয়ের শিক্ষিকা ও অভিভাবক সদস্য গন্যমান্য ব্যক্তি।