মঙ্গলবার , ২৭ জুন ২০২৩ | ২৩শে বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

এই কমিশন ৮০০ নির্বাচন করেছে, কেউ মারা যায়নি : মণিরামপুরে ইসি আহসান

প্রতিবেদক
satkhirar sakal
জুন ২৭, ২০২৩ ১১:৩৪ অপরাহ্ণ

হেলাল উদ্দিন, রাজগঞ্জ প্রতিনিধি : নির্বাচনের সময় সংঘাতে অতীতের হতাহতের ঘটনার কথা তুলে ধরে নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবিব খান বলেছেন- এই নির্বাচন কমিশনের অধীনে ৮০০ নির্বাচন হয়েছে, সংঘাতে কেউ মারা যায়নি।

মঙ্গলবার (২৭ জুন) সকালে যশোরের মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণকারী প্রার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ইসি আহসান হাবিব বলেন- হোন্ডা পান্ডা গুন্ডা ডান্ডা জিতে গেছি, ওই দিন ভুলে যান। প্রশাসনের জাল ভেদ করে কোনো অনিয়মের সুযোগ নেই। গতবার যা করেছেন, এবার তা হবে না।

ইভিএম সম্পর্কে প্রার্থীদের সংশয় নিয়ে করা প্রশ্নের জবাবে প্রধান অতিথি আহসান হাবিব খান বলেন- ইভিএম স্বচ্ছতার প্রতীক। ভোট ডাকাতি ঠেকাতে এ ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে ইভিএমে। হরিহরনগর ইউনিয়নের ভোট হবে একটি মাইলফলক। আহসান হাবিব খান বলেন- ইলেকশন হলে লোক মারা যায়। এটা মানুষের কাছে অতি স্বাভাবিক একটা ধারণা হয়ে গিয়েছিল। আমরা নতুন কমিশন ৮০০ নির্বাচন করেছি।

কোথাও একটি লোক মারা যায়নি। তিনি বলেন- কেউ যেন বাইরের এলাকা থেকে এসে নির্বাচনে বিশৃঙ্খলা করতে না পারে, সে ব্যাপারে প্রশাসন কঠোর থাকবে। একা ইলেকশন কমিশন কিছু করতে পারবে না। সবার সম্মিলিত চেষ্টায় একটি সুষ্ঠু নির্বাচন করতে হবে। আপনারা প্রার্থীরা ভোটারদের আশ্বস্ত করবেন। মণিরামপুর উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাকির হোসেন।

এ সময় খুলনা অঞ্চলের আঞ্চলিক কর্মকর্তা হুমায়ুন কবির, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এস এম শাহীন, অতিরিক্ত পুলিশ সুপার ফিরোজ কবির, জেলা নির্বাচন কর্মকর্তা আনিছুর রহমান, সহকারী কমিশনার (ভ‚মি) আলী হাসান, রিটার্নিং কর্মকর্তা আব্দুর রশিদ, মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মনিরুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য- আগামী ১৭ জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে মণিরামপুর উপজেলার হরিহরনগর ইউনিয়ন পরিষদ নির্বাচন। এবারের নির্বাচনে ৪ জন চেয়ারম্যান, ১০ জন সংরক্ষিত নারী সদস্য ও ৩২ জন সাধারণ সদস্য প্রার্থী অংশ নিচ্ছেন। নির্বাচনে ১০ হাজার ৬৭৫ জন পুরুষ ও ১০ হাজার ৫৫১ জন নারী ভোটার রয়েছেন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

কাপ উঠল বিশ্বসেরা ফুটবলার মেসির হাতেই : শেখ সিদ্দিকুর রহমান

পাইকগাছায় গ্রাম ডাক্তারদের চিকিৎসা সেবার মান বাড়াতে কনফারেন্স

প্রখ্যাত রবীন্দ্রসঙ্গীত শিল্পী ও সুরকার সাদি মহম্মদ এঁর মৃত্যুতে সাতক্ষীরায় শ্রদ্ধা স্মরণ

বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি প্রতিবন্ধী স্কুলে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস ও কেডস বিতরণ

জবি সাংবাদিক সমিতির সহ-সভাপতি সাতক্ষীরার আসাদ, অর্থ সম্পাদক নূর আলম

ইউএনও’র সাথে ধুলিহর ব্রহ্মরাজপুর বাজার কমিটির সৌজন্য সাক্ষাৎ

সড়ক দুর্ঘটনায় আহত সাংবাদিক লিটুকে দেখতে সাংবাদিক কল্যান পরিষদের নেতৃবৃন্দ

ফিংড়ি জিফুলবাড়ি দরগাহ শরীফের পীরজাদা হাফিজুর রহমানের ইন্তেকাল : দাফন সম্পন্ন

দেবহাটায় ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থদের মাঝে নগদ অর্থ ও টিন বিতরণ

তালায় পাট চাষে উৎপাদন খরচ বাড়লেও ন্যায্য দাম পাচ্ছে না চাষিরা