সোমবার , ৩ জুলাই ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

জয়নগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে ভিজিএফের চাল চুরির অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন

প্রতিবেদক
satkhirar sakal
জুলাই ৩, ২০২৩ ১২:০৮ পূর্বাহ্ণ

শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া উপজেলার ১নং জয়নগর ইউনিয়নের চেয়ারম্যান বিশাখা তপন সাহার বিরুদ্ধে ভিজিএফের চাল চুরির অভিযোগে সংবাদ প্রকাশের প্রতিবাদে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। রোববার (২ জুলাই) সকালে উপজেলার সরসকাটি বাজাররস্থ ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ইউপি চেয়ারম্যান ওই প্রকাশিত সংবাদের প্রতিবাদে এ সংবাদ সম্মেলন করেন।

এ সময় লিখিত বক্তব্যে তিনি বলেন, আমার প্রয়াত স্বামী সাবেক ইউপি চেয়ারম্যান তপন কুমার সাহা জয়নগর ইউনিয়নবাসির সুখে দুঃখে আমৃত্যু নিজেকে বিলিয়ে দিয়েছেন। তার মৃত্যুর পর শোক কাটিয়ে উঠে তারই প্রদর্শিত পথে আমিও ইউনিয়নের গরীব দুঃখী মানুষের কল্যাণে ও উন্নয়নে নিজেকে নিবেদিত করেছি। তার পুরস্কার হিসাবে গত ইউপি নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী হিসাবে ইউনিয়নবাসী আমাকে চেয়ারম্যান নির্বাচিত করেছেন।

নির্বাচনে জয়লাভের পর হতে আমি স্থানীয় সংসদ সদস্য ও জেলা – উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দের অকৃত্তিম সহযোগিতায় সততা ও নিষ্ঠার সাথে জয়নগরের উন্নয়ন কার্যক্রম ও আইন শৃংখলা রক্ষায় অক্লান্ত পরিশ্রম করে চলেছি। এরইমধ্যে আমার নিকটতম প্রতিদ্ব›দ্বী প্রার্থী সাবেক ইউপি চেয়ারম্যান শামছুদ্দীন আল মাসুদ বাবুসহ একটি কুচক্রী মহল আমার চেয়ারম্যানের শুরু হতেই আমার ভাব মুর্তি ক্ষুন্ন করার জন্য নানা ষড়ষন্ত্র ও অপ্রচার অব্যাহত রেখেছে। তারই ধারাবাহিকতায় তারা গত ২৭ জুন আমার বিরুদ্ধে ভিজিএফ’র চাল চুরির মিথ্যা ফাঁসানো ও বানোয়াট অভিযোগ এনে অপপ্রচার করেছে।

প্রকৃত ঘটনা হচ্ছে, গত ২৫ জুন মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহার হিসাবে জয়নগর ইউনিয়নের ৫২৫ জন উপকারভোগির মধ্য ভিজিএফ’র চাল এবং গত ২৭জুন মাসের ভিজিডি চাল ট্যাগ অফিসার ও ইউপি সদস্যদের উপস্থিতিতে অনুমোদিত তালিকা অনুযায়ী যথাযত নিয়মে চাল বিতরণ করি । সেখানে কোন অনিয়ম হওয়ার প্রশ্ন উঠেনা।

কিন্তু ২৭ জুন আমি জানতে পারি পরিষদ থেকে ১ কিলোমিটার দূরে গাজনা গ্রামে আমার নিকট প্রতিদ্ব›দ্বী প্রার্থীদের মধ্য বিশেষ করে শামছুদ্দীন আল মাসুদ বাবু গ্রাম পুলিশের দফাদার আলাউদ্দীনের নিকট হতে কিছু চাল আটক করেছে। যার সাথে আমার সংশ্লিষ্টতা না থাকলেও আমি তদন্ত করে জানতে পারি উক্ত দফাদার কিছু সংখ্যক ভিজিএফ কার্ডধারীদের নিকট হতে চাল ক্রয় করেছে তার জন্য আমি দফাদারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহন করার জন্য সুপারিশ করেছি। যা আমি তৎক্ষনাত উর্দ্ধোতন কর্তপক্ষকে অবহিত করেছি।

কিন্তু শামছুদ্দীন আল মাসুদ বাবুর নেতৃত্বে একটি কুচক্রী মহল আমার বিরুদ্ধে প্রতিহিংসা পরায়ন হয়ে আমার ভাবমুর্তি নষ্ট, জনগণের নিকট হেয় প্রতিপন্ন করা ও আমাকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টায় উক্ত ঘটনাকে আমার ঘাড়ে চাপানোর অপচেষ্টা করছে। তাই আমি সংবাদ সম্মেলনের মাধ্যমে উক্ত প্রকাশিত সংবাদের তীব্র নিন্দা, ঘৃনা ও প্রতিবাদ জানাচ্ছি। সংবাদ সম্মেলনে চেয়ারম্যান আরও বলেন, আমি বঙ্গবন্ধুর সৈনিক হিসাবে স্বচ্ছতা ও জবাবদিহিতার সহিত ইউনিয়ন পরিষদের উপর সরকার কর্তৃক আরোপিত কার্যক্রম পরিচালনায় বদ্ধ পরিকর।

গরীব মানুষের প্রদত্ত চাল চুরির অভিপ্রায় ও সম্পৃক্ততা আমার নেই। উক্ত ঘটনায় যদি আইনত কেউ দোষি হয় তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহন করা হলে আমি সহায়তা করবো। সাথে সাথে আমার বিরুদ্ধে যারা চক্রান্ত ও মিথ্যা তথ্য পরিবেশন করছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করার জন্য উর্দ্ধতন কর্তৃপক্ষের সু-দৃষ্টি কামনা করছি।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

তালায় কিশোর-কিশোরীর বাল্যবিবাহে নিষেধাজ্ঞা জারি

বুধহাটার নওয়াপাড়ায় নৌকায় ভোট চেয়ে মোস্তাকিমের উঠান বৈঠক

সাতক্ষীরায় অত্যাধুনিক দৃষ্টি আই হসপিটাল লিঃ এর শুভ উদ্বোধন

জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের আয়োজনে সাতক্ষীরায় আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস পালিত

আনারস প্রতীকের জন্য মানুষের কাছে ভোট চাইছেন সুশান্ত কুমার মন্ডল

জাতীয় শোক দিবস পালনের লক্ষ্যে জাতীয় শ্রমিক লীগের প্রস্তুতি সভা

দেবহাটায় জাতীয় মৎস্য সপ্তাহ’২৪ বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনে বিশেষ প্রার্থনা

আলিপুর ইউনিয়ন গ্রাম ডাক্তার কল্যান সমিতির প্রশিক্ষন কর্মশালা

সীমান্ত প্রেসক্লাবের সাংবাদিক আলফাতের জন্মদিন পালন