এম এ মাজেদ, ধুলিহর প্রতিনিধি : সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি বঙ্গবন্ধুর অত্যান্ত আস্থাভাজন প্রয়াত বীর মুক্তিযোদ্ধা এম মহিদুল হকের নিজ গ্রাম সাতক্ষীরা সদর উপজেলার ভালুকা চাঁদপুরে সোমবার ৩ জুলাই ৭ম মৃত্যু বার্ষিকীতে তার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ ও মাজার জিয়ারত এবং তার আত্মার মাগফিরাত কামনায় দোয়া অনুষ্ঠানের আয়োজন করা হয়।
জাতির শ্রেষ্ঠ সন্তান, সাতক্ষীরা বাসীর গর্ব প্রয়াত এই বীর মুক্তিযোদ্ধার বিয়োগ চিরদিন অ¤øান হয়ে থাকবে ইতিহাসের পাতায়। তার শুণ্যতা অপুরনীয়।মুক্তিযুদ্ধে তার বীরত্ব গাঁথা বিরল অবদান এই জাতির জন্য আজীবন স্মরণীয় হয়ে থাকবে বলে মনে করেন উপস্থিত নেতৃবৃন্দ।
এসময় জেলা আওয়ামীলীগের পক্ষ থেকে তার সমাধিতে পুস্পস্তবক অর্পণ করেন তার সহধর্মিণী জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি শাহানা হক, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম, দপ্তর সম্পাদক হারুন অর রশিদ, নির্বাহী সদস্য এস এম শওকাত হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করেন ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, শিক্ষা বিষয়ক সম্পাদক পলাশ ইসলাম, যুবলীগ নেতা মাসুম বিল্লাহ, পৌর আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক খন্দকার আরিফ হাসান প্রিন্স, ধুলিহর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান বাবু, ক্রীড়া সম্পাদক মোঃ নাসির উদ্দিন, ইউপি সদস্য মোঃ শরিফুল ইসলাম মোড়ল, ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোঃ মোকবুল হোসেন জোয়ারদার, শিক্ষক রোকনুজ্জামান লাভলুসহ আ’লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। এছাড়াও ভালুকা চাঁদপুর উত্তরপাড়া জামে মসজিদের মুসুল্লিগন ও স্থানীয় বিভিন্ন সামাজিক সংগঠনসহ সর্ব স্থরের মানুষ স্বতঃস্ফূর্তভাবে উপস্থিত ছিলেন। সমগ্র দোয়া অনুষ্ঠান পরিচালনা করেন ভালুকা চাঁদপুর উত্তর পাড়া জামে মসজিদের ইমাম মোঃ মহিউল ইসলাম।