দেবহাটা প্রতিনিধি : ভারত-বাংলাদেশ সীমান্তে বয়ে চলা ইছামতির ভেড়িবাধ রক্ষায় উচুকরণ সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। আর এতে সীমান্ত পাড়ের মানুষের দীর্ঘ দিনের দাবি পুরন হতে চলেছে। মঙ্গলবার (১১ অক্টোবর) খানজিয়া গেট থেকে নাংলা বøক অভিমুখে ১ কিলো মিটার বেড়িবাধ রক্ষায় এ কাজের উদ্বোধন করা হয়। উপস্থিত থেকে এ কাজের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, নওয়াপাড়া জামে মসজিদের সহ-সভাপতি মনিরুল ইসলাম, সাধারণ সম্পাদক একরামুল কবির বকুল, সমাজসেবক নুরউদ্দীনসহ স্থানীয় ব্যক্তিবর্গ। উল্লেখ্য যে, বিগত আম্ফান সময়কালে খানজিয়া গেট থেকে নাংলা বøক অভিমুখে বেড়িবাধ খুবই ঝুঁকিপূর্ণ ছিল। সে সময় বেড়িবাধ টপকে লোকালয়ে লোনাপানি প্রবেশ করে কয়েকটি গ্রাম প্লাবিত হয়। স্থানীয়রা ব্যাপক ক্ষয়ক্ষতির সম্মূখিন হয়।
এছাড়া কয়েকটি স্থানে বেড়িবাধ ধ্বসে যাওয়ায় স্থানীয় জনপ্রতিনিধিদের আহবানে এলাকাবাসী স্বেচ্ছাশ্রমে কোন রকম নদীভাঙ্গন রক্ষা করে। এ বিষয়টি পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সহ সংশ্লিষ্টদের নজরে আসে। তারই প্রেক্ষিতে নদীর বেড়িবাধ রক্ষায় বাধ উচুকরণের লক্ষে ১ কিলোমিটার উন্নয়ণ কাজ হাতে নেওয়া হয়েছে। আর এই কাজ সম্পন্ন করতে আশা ইন্টারপ্রাইজকে ঠিকাদার হিসাবে নিয়োগ করা হয়েছে।
এদিকে, উদ্বোধন কালে উপজেলা নির্বাহী অফিসার এবিএম খালিদ হোসেন সিদ্দিকী সঠিক নিয়মে কাজ সম্পন্ন করতে ঠিকাদারী প্রতিষ্ঠানকে নির্দেশ প্রদান করেন। একই সাথে দেবহাটা সীমানাবর্তী বেশি ঝুঁকিপূর্ণ স্থানগুলোতেও বাধ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য পানি উন্নয়ন বোর্ডের সুদৃষ্টি কামনা করেন।