দেবহাটা প্রতিনিধি : দেবহাটার নওয়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান কাপ ৪ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রবিবার বিকেলে হাদিপুর আহছানিয়া মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাঁকজমকপূর্ন এ টুর্নামেন্টের ফাইনাল খেলাটি অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলাটির উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. নজরুল ইসলাম।
নওয়াপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলীর সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সাবেক জেলা পরিষদ সদস্য আলহাজ্ব আল ফেরদাউস আলফা, দেবহাটা থানার সাব ইন্সপেক্টর অরুবা প্রমুখ।
ফাইনাল রাউন্ডের খেলায় অংশ নেয়া চাম্পাফুল ইউনিয়ন ফুটবল একাদশের খেলোয়াড়দের ১-০ গোলে হারিয়ে দেবহাটার গাজীরহাট প্রগতি সংঘ জয়লাভ করে। খেলা শেষে বিজয়ীদের হাতে পুরষ্কার তুলে দেন অতিথিবৃন্দ।