অহিদুজ্জামান খান : গতকাল ১৭ জুলাই ২০২৩ নব জীবন আয়োজিত কমপ্যাক্ট ডেভেলপমেন্ট প্রজেক্ট থ্রু ডিজএ্যাডভানটেজড চিলড্রেন এডুকেশন সাপোর্ট, ইনকাম জেনারেশন এন্ড সেফ ওয়াটার, ফেজ -০৩, এর আওতায় শিক্ষার্থীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নব জীবন এর নির্বাহী পরিচালক তারেকুজ্জামান খান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজলার উপজেলা নির্বাহী অফিসার ফাতেমা তুজ-জোহরা।
তিনি বলেন, নব জীবন সাতক্ষীরা জেলা তথা অত্র এলাকার সনামধন্য একটি প্রতিষ্ঠান। তাদের সকল ধরনের কার্যক্রম সাজানো গোছানো এবং মনোরম। তারা এন জি ও, প্রজেক্ট এর কার্যক্রম ছাড়াও স্কুল কলেজ সুনামের সাথে পরিচালনা করে আসছে। আজকে শিক্ষার্থীদের মাঝে ফলজ বৃক্ষের চারা বিতরণ করা হচ্ছে। এই চারা লাগানোর পরে এর সঠিক পরিচর্যা প্রয়োজন। তাই অভিভাবকদের প্রতি তিনি চারা গাছের পরিচর্যার পরামর্শ দেন।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা সমাজ সেবা অফিসার শেখ সহিদুর রহমান, নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের অধ্যক্ষ শেখ রফিকুল ইসলাম, নবজীবন ইনষ্টিটিউটের প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, নব জীবন এর এইচ আর এন্ড এ্যাডমিন অফিসার মোঃ রেজাউল করিম সহ শিক্ষার্থীবৃন্দ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনায় ছিলেন নবজীবন পলিটেকনিক ইন্সটিটিউটের ইলেকট্রিক্যাল বিভাগের বিভাগীয় প্রধান মোঃ বাচ্চু মুন্সি।