বুধবার , ১৯ জুলাই ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

আমরা শান্তিপূর্ণভাবে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবো-এমপি রবি

প্রতিবেদক
satkhirar sakal
জুলাই ১৯, ২০২৩ ১১:২৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিনিধি : সারাদেশে জামায়াত-বিএনপির নৈরাজ্যের প্রতিবাদে আগামী দ্বাদশ সংসদ নির্বাচনে উন্নয়নের ধারা অব্যাহত রাখার স্বার্থে কেন্দ্রীয় কর্মসুচির অংশ হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের আহবানে বিশাল শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ জুলাই) বিকাল ৪টায় শহরের খুলনা রোড মোড়ে বঙ্গবন্ধু চত্বরে সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক সাংসদ বীর মুক্তিযোদ্ধা একে ফজলুল হক’র সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সদর-২ আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১ বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

সভাপতির বক্তব্যে এমপি রবি বলেন, “আমরা উশৃঙ্খলতার সাথে কোন কিছু করতে চায়না। আমরা শান্তিপূর্ণভাবে, গণতান্ত্রিকভাবে এবং রাজনৈতিকভাবে রাজপথে থেকে সকল ষড়যন্ত্রের মোকাবেলা করবো। আমরা কোন অত্যাচার ও উশৃঙ্খলতা অনাচার সৃষ্টি করতে চায়না। জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এই নিরপেক্ষ নির্বাচন কমিশনের অধীনে নির্বাচন হবে এবং সেই নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে।

স্বাধীনতার পর থেকে অদ্যাবধী দেশী ও আন্তর্জাতিক ষড়যন্ত্রের কারণে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাতির জনক বঙ্গবন্ধুকে হত্যা করে বাংলাদেশ আওয়ামী লীগকে ২১ বছর রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে দেয়নি। বাংলাদেশকে ৫০ বছর পিছিয়ে দেওয়া হয়েছিল। অনেক আন্দোলন সংগ্রাম সংগ্রাম জেল-জুলুম সহ্য করে জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় এসে বাংলাদেশকে বিশে^র দরবারে উন্নয়নশীল দেশ হিসেবে পরিচিত করেছেন। সমাবেশে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. নজরুল ইসলাম।

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সংসদ সদস্য এসএম জগলুল হায়দার, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আলহাজ¦ মো. আসাদুজ্জামান বাবু, সাংগঠনিক সম্পাদক কাজী আকতার হোসেন, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক শামীমা পারভীন রতœা, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ডা. মুনসুর আহমেদ, এ্যাড. অনিত মুখাজী, শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক শেখ এজাজ আহমেদ স্বপন, সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শেখ আব্দুর রশিদ, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. সাহাদাৎ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড. ফরিদা আক্তার বানু, জেলা শ্রমিকলীগের আহবায়ক মো. আব্দুল্লাহ সরদার, জেলা কৃষক লীগের সভাপতি মিসেস মাহফুজা সুলতানা রুবি প্রমুখ। সমাবেশ শেষে খুলনা রোড মোড় বঙ্গবন্ধু চত্বর থেকে একটি বিশাল শান্তি ও উন্নয়ন শোভাযাত্রা বের হয়ে নিউ মার্কেট চত্বরে গিয়ে শেষ হয়। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি ও সাবেক সাংসদ ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ আবু আহমেদ, বীর মুক্তিযোদ্ধা মো. শহীদুল ইসলাম, শেখ সাহিদ উদ্দীন, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, শিক্ষা ও মানব সম্পদক বিষয়ক সম্পাদক লাইলা পারভীন সেঁজুতিসহ জেলা আওয়ামী লীগ, উপজেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা ছাত্রলীগ, জেলা যুবলীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা শ্রমিক লীগ, জেলা মৎস্যজীবীলীগ, জেলা তাঁতীলীগ, জেলা যুব মহিলা লীগ, জেলা স্বেচ্ছাসেবকলীগ, ইউনিয়ন আওয়ামী লীগসহ বাংলাদেশ আওয়ামীলীগের অংগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন জেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ তিন জন আটক

হিন্দু ছাত্র মহাসংঘ জেলা শাখার উদ্যোগে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উদযাপন

অসহায় পরিবারকে প্রদীপ্ত প্রতিবন্ধী উন্নয়ন সংস্থার মুদি ও ভাজার দোকান প্রদান

শ্যামনগরে মন্দির পাহারায় ইসলামী ছাত্র আন্দোলন

দেবহাটায় ৪৩ মেট্রিক টন সার ও সরিষা বীজ কৃষকদের মাঝে বিতরণ

শেখ হাসিনা সরকার শিক্ষা বান্ধব সরকার : এমপি জগলুল হয়দার

দেবহাটা রিপোটার্স ক্লাবের পক্ষ থেকে অসহায় দুঃস্থদেরকে শীতবস্ত্র বিতরণ

সড়ক দুর্ঘটনার উপর কলারোয়ার দুইটি স্কুলে গণসচেতনতা মূলক কর্মশালা

সাতক্ষীরা জেলা প্রশাসনের আয়োজনে গণহত্যা দিবস পালন

নবনির্বাচিত এমপি আশরাফুজ্জামান আশুর আগমন উপলক্ষে জেলা জাপার প্রস্তুতিসভা