নিজস্ব প্রতিনিধি: সাতক্ষীরা সদরের রসুলপুর এলাকায় কাশফুল কুরআন মাদ্রাসা ও এতিমখানা প্রধানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় সাতক্ষীরা সদর হাসপাতালের সামনে স্থানীয় রসুলপুর এলাকাবাসী এ মানববন্ধনের আয়োজন করে। উক্ত মানববন্ধনে বক্তরা বলেন কাশফুল কোরআন মাদ্রাসা ও এতিমখানার বিরুদ্ধে একটি স্বার্থন্বেষী মহল বিভিন্ন সময় ষড়যন্ত্র চালিয়ে আসছে, তারই অংশ হিসাবে মাদ্রাসা প্রধান হাফেজ বদরুজ্জামানের বিরুদ্ধে ছাত্র ধর্ষণের অভিযোগ এনে থানায় একটি মিথ্যা মামলা দায়ের করেছে।
দ্রæত এই মামলাটি প্রত্যাহারের দাবী জোর জানানো হয়। সাথে সাথে জেলা প্রশাসক, পুলিশ সুপার সহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের প্রতি বিষয়টি তদন্তপূর্বক ষড়যন্ত্রকারীদের বিরুদ্ধে দ্রæত আইনগত ব্যবস্থা গ্রহণের দাবী জানানো হয়। এ সময়ে মানববন্ধনে বক্তব্য রাখেন অত্র প্রতিষ্ঠানের শিক্ষক হাফেজ নূর মোহাম্মাদ, শেখ সাহিদুর রহমান, মোঃ মুজাহিদ, রবিউল ইসলাম প্রমুখ।