আলতাফ হোসেন বাবু : জাতীয় পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে ও বৃক্ষসম্পদ বৃদ্ধি ও পরিবেশের ভারসাম্য রক্ষার্থে সাতক্ষীরা জেলাব্যাপী একদিনে একযোগে এক লক্ষ বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। রোববার (২৩ জুলাই) বেলা সাড়ে ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে র্যালী বের হয়। এরপর কালেক্টরেট ইকো পার্কে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এই বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন করেন।
এছাড়া জেলার ইউনিয়ন পরিষদ, শিক্ষা প্রতিষ্ঠান সহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহ অংশগ্রহণ করে। বৃক্ষরোপন কর্মসূচীর উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই বেশী করে গাছ লাগাতে হবে। এজন্য জেলা প্রশাসনের উদ্যোগে একদিনেই জেলাব্যাপী ১ লক্ষ গাছ লাগানোর কর্মসূচি নেওয়া হয়েছে। বৃক্ষরোপণ উদ্বোধন শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির এর সভাপতিত্বে পাবলিক সার্ভিস দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপপরিচালক মাসরুবা ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) কাজী আরিফুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ মইনুল ইসলাম মঈন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বিষ্ণপদ পাল, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা তুজ জোহরা, কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, কলারোয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুলী বিশ্বাস, সিভিল সার্জন মো: সবিজুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সদর (সার্কেল) আসাদুজ্জামান, নির্বাহী ম্যাজিস্ট্রেট বাপ্পি দত্ত রনি, সাতক্ষীরা সরকারী মহিলা কলেজ অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু, জেলা তথ্য অফিসার মোঃ জাহারুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয় সাতক্ষীরার উপ পরিচালক সন্তষ কুমার নাথ, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোশারফ হোসেন মশু, জেলা মহিলা অধিদপ্তরের প্রকল্প কর্মকর্তা ফাতেমা জোহরা, সামাজিক বন বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা জি এম মারুফ বিল্লাহ সহ বিভিন্ন সরকারি কর্মকর্তাগন।