শেখ বাদশা, আশাশুনি প্রতিনিধি : আশাশুনি উপজেলার আনুলিয়ায় শেখ রাসেল যুব সংঘের উদ্বোধন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র সজিব ওয়াজেদ জয়ের জন্মদিন পালন করা হয়েছে। সাবেক স্বাস্থ্যমন্ত্রী অধ্যাপক ডাঃ আ ফ ম রুহুল হক এমপি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন ও জন্মদিনের কেক কাটেন। বৃহস্পতিবার বিকালে ইউনিয়নের হাজী মার্কেট বাজারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিকাল সাড়ে ৩টায় হাজী মার্কেট বাজারে অবস্থিত শেখ রাসেল যুব সংঘের উদ্বোধনী অনুষ্ঠানে যুব সংঘের সভাপতি জেলা স্বেচ্ছাসেবকলীগ সদস্য বিকাশ চন্দ্র সরকারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী সাতক্ষীরা উন্নয়নের রূপকার অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। পরে ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ স্বপ্নদ্রষ্টা মাননীয় প্রধানমন্ত্রীর পুত্র ডিজিটাল ও স্মার্ট বাংলাদেশ সফল করতে প্রধান হাতিয়ার সজিব ওয়াজেদ জয় এর জন্মদিনের কেক ও স্বেচ্ছাসেবকলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর কেক কাটেন তিনি।
প্রধান অতিথি শেখ রাসেল যুব সংঘকে এলাকার যুবকদেরকে ডিজিটাল বাংলাদেশের হাতিয়ার হিসাবে গড়ে তুলতে আহবান জানান। যুবশক্তিকে নষ্ট হতে দেওয়া যাবেনা, তাদেরকে যথাযথ তদারকির মাধ্যমে জাতির পিতার আদর্শের অনুসারী করে কর্মঠ নাগরিক হিসাবে গড়ে তুলতে হবে। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সদস্য নাজমুন আসিফ মুন্নি, নলতা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনিছুজ্জামান খোকন, সাবেক ইউপি চেয়ারম্যান ও কৃষকলীগ নেতা স ম সেলিম রেজা সেলিম, যুবলীগ সাধারণ সম্পাদক মনিরুজ্জামান বিপুল, মিঠুনসহ আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ ও শেখ রাসেল যুব সংঘের সকল কর্মকর্তা ও সদস্য উপস্থিত ছিলেন।