নিজস্ব প্রতিনিধি : এক সন্তানের জননী আরিফা খাতুন (২২) নামে এক গৃহবধূকে মারপিট ও মুখে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে। আহত আরিফা খাতুন তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আড়ংপাড়া গ্রামের আব্দুর রহিম শেখের মেয়ে। ঘটনাটি ঘটেছে পাইকগাছা উপজেলার কাশিমনগর গ্রামে। জানা যায়, চার বছর আগে তাদের পারিবারিকভাবে বিয়ে হয়।
তাদের সংসারে এখন দুই বছরের আয়শা নামের একটি কন্যা সন্তানও রয়েছে। বিয়ের সময় তার পিতা নগদ টাকা ও সংসারের প্রয়োজনীয় জিনিসপত্র দেওয়ার পরও শ্বাশুড়ি ও ননদ বিভিন্ন সময় তাকে নির্যাতন করে আসছে। আরিফা জানায়, তার শাশুড়ি শিরিনা বেগম তার ননদ তন্নী তাকে গত ২৮ জুলাই তাকে মারপিট করে। ওইদিন সকালে রান্না করার সময় তাকে মেরেধরে আগুনের কাঠ দিয়ে মুখে পুড়িয়ে দেয়। এরপর আমি চিৎকার করলে এলাকাবাসী এসে আমাকে উদ্ধার করে। পরে আমার পিতা খবর পেয়ে আমাকে উদ্ধার করে তালা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করে।
এ ঘটনায় তার পিতা আব্দুর রহিম শেখ জানান, বিয়ের সময় নগদ এক লক্ষ চার হাজার টাকা এবং প্রয়োজনীয় আসবাবপত্র দিয়ে মেয়েকে বিয়ে দিয়ে ছিলাম। বিয়ে দেওয়ার পরপরই তার শাশুড়ি ও ননদ এবং স্বামী মোটরসাইকেলের দাবিতে আমার মেয়ের ওপর নির্যাতন করে আসছে।
তার স্বামী মাসুম গাজী জানান, তার মা তার স্ত্রীকে প্রায় সময় নির্যাতন করে। আমি বার বার নিষেধ করলেও তারা শোনে না। আমি কোন তাকে মারপিট করেনি। এ বিষয়ে ভুক্তভোগীর পরিবার কতৃক আদালতে মামলা করার প্রস্তুতি চলছে।