শুক্রবার , ৪ আগস্ট ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

উন্নয়ন ও শান্তির জন্যে আবারও শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে- এমপি রবি

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ৪, ২০২৩ ১১:৪৩ অপরাহ্ণ

মাহফিজুল ইসলাম আককাজ : সাতক্ষীরার বিনেরপোতায় আর এন্ড এইচ হতে হরিণখোলা উচ্চ বিদ্যালয় সড়ক কাপেটিং রাস্তা নিমাণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন, মতবিনিময় সভা ও আওয়ামী লীগ সরকারের উন্নয়ন সম্বলিত লিফলেট বিতরণ করা হয়েছে।

শুক্রবার (৪ আগস্ট) বিকালে লাবসা ইউনিয়নের বিনেরপোতা টিটিসি ভবনের সামনে লাবসা ইউনিয়নের ১নং ওয়ার্ডের ইউপি সদস্য বিশ্বনাথ মন্ডল’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে ফলক উন্মোচন করেন এবং বক্তব্য রাখেন সাতক্ষীরা সদর-২আসনের সংসদ সদস্য নৌ-কমান্ডো ০০০১বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি।

প্রধান অতিথির বক্তব্যে এমপি রবি বলেন, “শোকাবহ আগস্ট মাসে আমি জাতির পিতা শেখ মুজিব, বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব, ক্যাপ্টেন বীর মুক্তিযোদ্ধা শেখ কামাল, লে. বীর মুক্তিযোদ্ধা শেখ জামাল, শহিদ শেখ রাসেল, শেখ কামাল ও শেখ জামালের স্ত্রীসহ যাদেরকে নির্মমভাবে ১৫ আগস্ট হত্যা করা হয়েছে তাদের রুহের মাগফিরাত কামনা করছি। জাতীয় চারনেতা এবং মহান মুক্তিযুদ্ধের সময় ৩০ লক্ষ শহিদ প্রায় পৌনে ৩ লক্ষ মা বোনের ইজ্জত এবং সম্ভ্রমের বিনিময়ে আজকের এই দেশ। তাদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি।

বর্তমান বাংলাদেশে রাজনৈতিক পরিবেশকে অস্থীর করার জন্যে এবং আগামী নির্বাচনকে বাঁধাগ্রস্থ করার জন্য স্বাধীনতা বিরোধীরা যারা ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিল যারা ২০০৪ সালে গ্রেণেড হামলার মধ্য দিয়ে আমাদের জননেত্রী শেখ হাসিনাসহ গোটা আওয়ামী লীগকে মারতে চেয়েছিল তারা আজ ষড়যন্ত্রে মেতে উঠেছে। তারা দেশের বিরুদ্ধে মিথ্যাচার করছে। দেশ ও জাতির উন্নয়ন ও শান্তির জন্যে আবারও জননেত্রী শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় আনতে হবে। যদি জননেত্রী শেখ হাসিনার হাতে থাকে দেশ, তবে পথ হারাবেনা বাংলাদেশ।”

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের নিবাহী কমিটির সদস্য এসএম শওকত হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও জাতীয় মহিলা সংস্থা সাতক্ষীরা জেলা শাখার চেয়ারম্যান জ্যোৎস্না আরা, সাতক্ষীরা পৌর আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর বিন সেলিম যাদু, তথ্য ও গবেষণা সম্পাদক শেখ মাহফুজুর রহমান, সদর উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সরদার নজরুল ইসলাম, যুব নেতা ও জজ কোর্টের এডিশনাল পিপি এ্যাড. শেখ তামিম আহমেদ সোহাগ প্রমুখ।

অগ্রাধিকার ভিত্তিতে পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্প-৩এর আওতায় ১কিলোমিটার কাপেটিং রাস্তা ৭৩ লক্ষ টাকা ব্যয়ে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সাতক্ষীরার বাস্তবায়নে এ রাস্তা নির্মাণ করা হচ্ছে। এসময় উপস্থিত ছিলেন কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি’র) ভারপ্রাপ্ত অধ্যক্ষ কেএম মিজানুর রহমান, জেলা মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সোনিয়া পারভীন শাপলা, সদর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ, লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি এ্যাড. শেখ মুস্তাফিজুর রহমান শাহনেওয়াজ, এসকে এন্টারপ্রাইজের প্রোপাইটার মো. কবির হোসেন, ইউনিয়ন আওয়ামী লীগ নেতা শেখ আব্দুল আলিম, রহমত আলী প্রমুখ। এসময় আওয়ামী লীগের বিভিন্ন পযার্য়ের নেতা কমী ও এলাকার গন্যমান্য ব্যক্তিবগরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন লাবসা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সুফিয়ান সজল।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

দেবহাটা উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা

ঢাবিতে কাঁকশিয়ালী’র সভাপতি মহেশ্বর, সাধারণ সম্পাদক কাদের

দেবহাটা থানা পুলিশের অভিযানে দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার

আশাশুনি থানা পুলিশের অভিযানে গ্রেফতার- ৫

পাক্ষিক গণমিছিল ও সরল যুব সংঘের পক্ষে ইফতার বিতরণ

নায়েবে আমীর অধ্যাপক মুজিবুর রহমানের আগমন উপলক্ষে আশাশুনি উপজেলা জামায়াতের ব্যাপক প্রস্তুতি

ভূমিসেবায় কালিগঞ্জ শীর্ষ স্থান করায় প্রশংসায় ভাসছেন এসিল্যান্ড আজাহার আলী

ইসলামী ব্যাংক সাতক্ষীরা শাখার নবাগত শাখা প্রধান ও ভাইস প্রেসিডেন্ট কে শুভেচ্ছা

কালিগঞ্জে নানান অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন

তালায় এক দিনের ব্যবধানে ৬০০ হাত লম্বা আর্জেন্টিনার পতাকা নিয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা