নিজস্ব প্রতিনিধি : জনপ্রিয় নিউজ পোর্টাল দৈনিক সাতক্ষীরা কণ্ঠ পরিবারের পক্ষ থেকে খুলনা বিভাগের শ্রেষ্ঠ পুলিশ সুপার নির্বাচিত হওয়ায় সাতক্ষীরা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) বার কে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা বিনিময় করেন। ৫ই আগস্টা শনিবার দুপুর ২টায় দৈনিক সাতক্ষীরা কন্ঠ সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেনের নেতৃত্বে পুলিশ সুপার কার্যালয়ে সৌজন্য সাক্ষাত ও সম্মাননা ক্রেস্ট দিয়ে শুভেচ্ছা বিনিময় করা হয়।
এ সময় পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান (পিপিএম) বার জনপ্রিয় নিউজ পোর্টাল দৈনিক সাতক্ষীরা কণ্ঠ পরিবারকে আপ্যায়নের মাধ্যমে কুশল বিনিময় করেন। এ সময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা কন্ঠ পরিবারের সম্পাদক ও প্রকাশক শেখ ইলিয়াস হোসেন, নির্বাহী সম্পাদক মোঃ নুরুল হক, সহ-সম্পাদক মোঃ আজগার আলী, নিজস্ব প্রতিনিধি আব্দুল আলীম প্রমুখ।