রবিবার , ৬ আগস্ট ২০২৩ | ২২শে মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
  1. আইন আদালত
  2. আন্তর্জাতিক
  3. আশাশুনি
  4. কলারোয়া
  5. কালিগঞ্জ
  6. কৃষি
  7. খুলনা
  8. খেলা
  9. তালা
  10. দেবহাটা
  11. বিনোদন
  12. যশোর
  13. শিক্ষা
  14. শিল্প সাহিত্য ও সংস্কৃতি
  15. শ্যামনগর

ভারমুক্ত হলেন জেলা আ.লীগ সভাপতি একে ফজলুল হক

প্রতিবেদক
satkhirar sakal
আগস্ট ৬, ২০২৩ ১১:৪৪ অপরাহ্ণ

সকাল রিপোর্ট: ভারমুক্ত হলেন সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি একে ফজলুল হক। একই সাথে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রশিদও ভারমুক্ত হতে চলেছেন। আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা থেকে ভারপ্রাপ্ত নেতাদের ভারমুক্ত করে দেওয়ার আওয়ামী লীগ সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণার প্রেক্ষিতে এই ভারের অবসান হয়েছে।

তবে ঘোষণার পরিধি সম্পর্কে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। দলীয় একাধিক সূত্রে জানা গেছে, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লাল বিশ্বাসের এক আবেদনের পর আওয়ামী লীগ সভাপতির তরফ থেকে এ ঘোষণা এসেছে। বিশেষ সভার রুদ্ধদ্বার বৈঠকে বক্তব্য রাখেন কানাই লাল বিশ্বাস।

বক্তব্যের শেষ পর্যায়ে দলীয় সভাপতিকে উদ্দেশ করে কানাই লাল বলেন, ‘হাকিম সাহেবের (এমএ হাকিম হাওলাদার) মৃত্যুর পরে আমি ভারপ্রাপ্ত সেক্রেটারি হয়েছি। দয়া করে ভারমুক্ত করে দেন। এটা আমি আপনার প্রতি দাবি করছি। আপনার কাছে আজ এ দাবিটুকু করলাম।’ জবাবে দলের সভাপতি শেখ হাসিনা বলেন, ‘আপনাদের ভারমুক্ত করে দিলাম। আজকের বৈঠকে সবার সম্মতিতে ভারমুক্ত করে দিলাম।’

বৈঠকে উপস্থিত স্থানীয় পর্যায়ের একাধিক নেতা জানান, পিরোজপুর জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কানাই লালের পর ফ্লোর দেওয়া হয় বান্দরবান জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ল²ীপদ দাসকে। প্রধানমন্ত্রী তার নাম ঘোষণার সময় বলে ওঠেন, ‘এও দেখছি ভারপ্রাপ্ত। ভারমুক্ত করে দিলাম। আজ থেকে কোনও ভারপ্রাপ্ত থাকবে না। সব ভারপ্রাপ্তরা ভারমুক্ত।’

প্রসঙ্গত, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের সভাপতি মুনসুর আহমেদের মৃত্যুর পর সিনিয়র সহসভাপতি হিসেবে একে ফজলুল হক ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হন। অপরদিকে সাতক্ষীরা সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবুল খায়ের সরদারের মৃত্যুর কারনে সিনিয়র সহসভাপতি আব্দুর রশিদ ভারপ্রাপ্ত সভাপতি মনোনীত হন।

সর্বশেষ - সাতক্ষীরা সদর

আপনার জন্য নির্বাচিত

ক্ষুদ্র নৃ-তাত্ত্বিক ও পিছিয়েপড়া নারীদের কাছে সেলাই মেশিন তুলে দিলেন-সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা

কালিগঞ্জের পারুলগাছায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী লাঠিখেলা অনুষ্ঠিত

তালায় ইউপি পরিষদ কক্ষে দুই সাংবাদিকের উপর হামলা, প্রতিবাদে মানববন্ধন

গ্রাম বাংলার ঐতিহ্যবাহী পিঠা পুলির স্বাদ পেলো শিশুরা

আবারো মোটরযান ও ড্রাইভিং লাইসেন্সের জরিমানা ব্যাতীত হালনাগাদ করার সুযোগ

স্মার্ট স্টাইলে চলছে সদর উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদপ্তরের দুর্নীতি, বঞ্চিত হচ্ছে কৃষক

তালায় উন্নয়ন প্রচেষ্টার সরিষা চাষীদের অংশগ্রহণে মাঠ দিবস

সাতক্ষীরায় বঙ্গবন্ধু গোল্ডকাপ ও বঙ্গমাতা গোল্ডকাপ প্রাথ. বিদ্যা. ফুটবল টুর্নামেন্টের সমাপনী

সরিষা ও সূর্যমুখী চাষে কৃষকদের উদ্বুর্দ্ধকরণে মাঠ দিবস

গোপিনাথপুরে লাঙ্গল প্রতিককে বিজয়ী করতে নির্বাচনী পথ সভায় আসাদুজ্জামান বাবু