নিজস্ব প্রতিনিধি : আওয়ামী লীগ সরকারের উন্নয়নের বার্তা ও ভবিষ্যৎ উন্নয়ন ভাবনা তৃণমূল জনগণের কাছে পৌঁছে দিতে সদরের লাবসা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মথুরাপুরে মতবিনিময় ও গুসংযোগ করেছেন সাতক্ষীরা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু।
শুক্রবার (১১ আগস্ট) বিকালে সদরের লাবসা ইউনিয়নের ৪নং ওয়ার্ড মথুরাপুরে গণ সংযোগ ও মতবিনিময় করেন। এসময় আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাধারণ জনগণকে বর্তমান জনকল্যাণমুখী সরকারের বিভিন্ন উন্নয়ন বার্তা পৌছে দেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আ’লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আসাদুজ্জামান বাবু। এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহাজান আলী সহ স্থানীয় পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।