শেখ মোসলেম আহম্মেদ, কলারোয়া : সাতক্ষীরার কলারোয়া থানা পুলিশের অভিযানে গ্রেফতারী পরোয়ানাভুক্ত ০২ জন আসামী গ্রেফতার করা হয়েছে। শনিবার ভোর রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- উপজেলার কেঁড়াগাছি গ্রামের আতিয়ার রহমানের ছেলে নজরুল ইসলাম (৪৩) ও একই উপজেলার ক্ষেত্রপাড়া গ্রামের শাহাজুদ্দীনের চেলে রবিউল ইসলাম (৪৫)।
থানা সুত্রে জানা গেছে, সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মীর আসাদুজ্জামান এর সার্বিক তত্ত¡াবধানে এবং অফিসার ইনচার্জ মোহাঃ মোস্তাফিজুর রহমান’র নেতৃত্বে কলারোয়া থানার অফিসার ফোর্স ইং-১২/০৮/২০২৩ তারিখ কলারোয়া থানার বিভিন্নস্থানে অভিযান পরিচালনা করে গ্রেফতারী পরোয়ানাভুক্ত উক্ত আসামীদের গ্রেফতার করা হয়। পরে তাদেরকে সাতক্ষীরা আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয় বলেও জানা যায়।