শেখ বাদশা, আশাশুনি : আশাশুনি থানা এলাকার আলোচিত দেলোয়ার হোসেন অরফে আংটি দেলোয়ারকে ঢাকার বাড্ডা এলাকার একটি ভাড়া বাসা থেকে শনিবার রাতে গ্রেফতার করেছে আশাশুনি থানা পুলিশ। দেলোয়ার অরফে আংটি দেলোয়ার ৪টি সাজাপ্রাপ্ত মামলা ও ৫টি ওয়ারেন্ট ভুক্ত মামলার আসামী। দেলোয়ার হোসেন গেলো মেয়াদে সাতক্ষীরা জেলা পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন।
জেলা পরিষদের সদস্য থাকার সুবাদে মসজিদ, মাদ্রাসা, মন্দির, শিক্ষা প্রতিষ্ঠানসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জেলা পরিষদের অনুদান দেওয়ার প্রতিশ্রæতি দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ার অভিযোগ রয়েছে দেলোয়ার হোসেনের বিরুদ্ধে। তার বিরুদ্ধে একাধিক মামলা থাকায় দীর্ঘদিন পলাতক ছিলেন তিনি।
গোপন সংবাদের ভিত্তিতে আশাশুনি থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ মোমিনুল ইসলাম (পিপিএম) এর নির্দেশনায় এস আই আমিনুল ইসলাম ও এ এসআই সোহেল হোসেন ঢাকা র্যাব-০১ এর সহযোগিতায় ঢাকার বাড্ডা এলাকার ভাড়া বাসা থেকে তাকে গ্রেফতার করে। সোমবার আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা বলে জানাগেছে।