সাতক্ষীরা জেলা প্রশাসকের সাথে বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা পৌর নেতৃবৃন্দের শুভেচ্ছা বিনিময় ও সৌজন্য সাক্ষাত অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা পৌর শাখার নেতৃবৃন্দ সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির কে ফুলেল শুভেচ্ছা জানান।
শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক শেখ জাহাঙ্গীর আলম মেনন, পৌর কমিটির সভাপতি রোটারিয়ান আব্দুস সোবহান, সহ-সভাপতি ডা. মফিজুর রহমান, সাধারণ সম্পাদক এমআর পরিবহনের চেয়ারম্যান রোটারিয়ান নুরুল হক, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুল আলিম সরদার, অর্থ সম্পাদক রুহুল আমিন ময়না, মহিলা বিষয়ক সম্পাদক পৌর কাউন্সিলর রাবেয়া পারভিন, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক শেখ রফিকুল ইসলাম প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বাংলাদেশ মানবাধিকার কমিশন সাতক্ষীরা পৌর শাখার নব গঠিত কমিটির তালিকা সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে প্রদান করেন।