নিজস্ব প্রতিনিধি : জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮তম শাহাদাত বার্ষিকী পালন উপলক্ষে সাতক্ষীরা জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আমজাদ হোসেনের আয়োজনে কলারোয়ায় বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। ১৫ আগস্ট মঙ্গলবার জেলা পরিষদ সদস্য, কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শেখ আমজাদ হোসেনের নিজস্ব কার্যালয়ে শোক দিবস উপলক্ষে আলোচনা সভা, বঙ্গবন্ধুর ভাষণ সম্প্রচার, দোয়া মাহফিল ও দুস্তদের মাঝে খাদ্য বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন তালা উপজেলা আওয়ামী লীগের সভাপতি শেখ নুরুল ইসলাম, হারুন উর রশিদ, কলারোয়া উপজেলা কৃষকলীগের আহবায়ক আমান উল্লাহ মোড়ল, সদস্য সচিব সন্দীপ রায়, পৌর কৃষকলীগের আহবায়ক আবু সাঈদ রেজা, সাবেক যুবলীগ নেতা রুবেল মিল্লক, কলারোয়া উপজেলা শ্রমিকলীগে যুগ্ম আহবায়ক শহিদুজ্জামান মিঠু, যুগ্ম আহবায়ক রাজিবুল ইসলাম বিজু, ছাত্রলীগ নেতা সম্রাট প্রমুখ। দোয়া মাহফিলে দোয়া পরিচালনা করেন কলারোয়া টবাজার জামে মসজিদের খতিব হাফেজ মোঃ হাফিজুর রহমান।