নিজস্ব প্রতিনিধি : ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঝাউডাঙ্গা কলেজে বিন¤্র শ্রদ্ধা ও ভালবাসার মধ্য দিয়ে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে ঝাউডাঙ্গা কলেজের আয়োজনে কলেজের অধ্যক্ষ’র অফিস রুমে ঝাউডাঙ্গা কলেজের অধ্যক্ষ মো. খলিলুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কলেজ গর্ভণিং বডির সভাপতি ও রোটারি ক্লাব অফ অ্যালট্টুইস্ ঢাকা’র চ্যাটার্ড প্রেসিডেন্ট ডেপুটি ডিস্ট্রিক্ট গভর্ণর ৩২৮১ রোটারীয়ান নাজনীন আরা নাজু।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঝাউডাঙ্গা কলেজের উপাধ্যক্ষ ড. গোপাল চন্দ্র সরদার, সহ-অধ্যাপক পরিমল কুমার ঘোষ, জেসমিন আক্তার, আব্দুল মান্নান প্রমুখ। আলোচনা সভা শেষে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত বিভিন্ন ইভেন্টে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। দোয়া ও মোনাজাত পরিচালনা করেন ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক মাওলানা মিজানুর রহমান। এসময় কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঝাউডাঙ্গা কলেজের প্রভাষক হাসান মাহমুদ রানা।