আলতাফ হোসেন বাবু : তৃতীয়বারের মতো খুলনা রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হওয়ার গৌরব অর্জন করায় সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি, পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম কে সংবর্ধনা প্রদান করা হয়েছে। সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দের আয়োজনে ১৭ আগস্ট বৃহস্পতিবার উক্ত সংবর্ধনা প্রদান অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার সুযোগ্য পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান পিপিএম। এ সময় শিক্ষক-শিক্ষিকাগণ পুলিশ সুপার কে ফুলেল শুভেচ্ছা জানান ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন এবং শিক্ষার্থীদের পড়ালেখার মান উন্নতির লক্ষ্যে বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ সজীব খান, অতিরিক্ত পুলিশ সুপার (কালীগঞ্জ সার্কেল) মোঃ আমিনুল ইসলাম, সাতক্ষীরা পুলিশ লাইন্স মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদ হাসান খান চৌধুরী সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।