নিজস্ব প্রতিনিধি : জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের বাজার তদারকি টিম (২১ আগস্ট) সাতক্ষীরার শহরের বিভিন্ন মোটর অয়েল মোবিল শপ প্রতিষ্ঠানে তদারকি করেছে। জেলা ক্যাব সদস্য সাকিবুর রহমান বাবলা ও জেলা পুলিশ ফোর্সেস’এর সহায়তায় এ তদারকি কার্যক্রম পরিচালনা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সাতক্ষীরা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. নাজমুল হাসান।
তদারকি সময়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন’০৯ বাস্তবায়নে প্রশাসনিক ব্যবস্থার পলাশপোল এলাকায় শহীদ কাজল সরণিতে খোলা মোবিল বিভিন্ন ব্র্যান্ডের ব্যবহৃত ক্যানে ভরে অবৈধ ভাবে প্রতারণামূলক বাজারজাত করার অপরাধে রাবীব এন্টারপ্রাইজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এই তদারকি কার্যক্রম অব্যাহত থাকবে।