শেখ বাদশা, আশাশুনি : আশাশুনি উপজেলার বড়দল ইউনিয়নে কেয়ারগাতি পানি উন্নয়ন বোর্ডের ভেড়ী বাঁধে ভয়াবহ ফাটল ও ধ্বস দেখা দিয়েছে। যেকোন মুহুর্তে বাঁধ ভেঙ্গে বিস্তীর্ণ এলাকা প্লাবতি হওয়ার শঙ্কা বিরাজ করছে। বড়দলের কেয়ারগাড়ি গ্রামের কাছে পাউবো’র ৭/২ নং পোল্ডারের বেড়ী বাঁধে ভাঙ্গন দীর্ঘকালের। বেশ কয়েকবার বাঁধ রক্ষায় কাজ করা হলেও টেকসই না হওয়ায় বাঁধের সুরক্ষা সম্ভব হয়নি।
প্রায় প্রতি বছরই ভাঙ্গন এলাকার কোন না কোন স্থানে ভয়াবহ আকার ধারণ করে থাকে। আবহাওয়া অনুকুলে না থাকলে খোলপেটুয়া. মরিচ্চাপ ও বেতনা নদীর মোহনা লাগোয়া বাঁধে প্রচুর পানির চাপে বাঁধ উপচে ভিতরে পানি ঢোকার ঘটনাও ঘটেছে। এলাকারবাসী ও জন প্রতিনিধিদের তাৎক্ষণিক বাঁধ রক্ষার চেষ্টায় সাময়িক ভাবে বাঁধ রক্ষা হলেও পাউবো যথাযথ ভাবে বাঁধ রক্ষায় উদ্যোগ না নেওয়ায় বাঁধটি অরক্ষিতই থেকে যায়।
বর্তমানে কিছুটা একটানা ও থেমে থেমে বৃষ্টিপাতের প্রভাবে বাধের অনেকাংশে বড় ধরনের ধ্বস লেগেছে। ফাটল এতটাই শঙ্কাজনক হয়ে দেখা দিয়েছে যে, জরুরী ভিত্তিকে সংস্কার কাজ না করা হলে বর্ষ মৌসুমের বৃষ্টির পানির কারনে ও নদীতে জোয়ার বৃদ্ধি পেলে বাঁধটি ভেঙ্গে এলাকা প্লাবিত হতে পারে। অন্যদিকে সংলগ্ন বীর মুক্তিযোদ্ধা মরহুম আজিজ সানার কবরটিও হুমকীতে রয়েছে। সংরক্ষণে উদ্যোগ না নিলে যে কোন সময় কবরটি নদীতে বিলীন হয়ে যেতে পারে বলে স্থানীয়রা শঙ্কা প্রকাশ করেছেন।