আলী নেওয়াজ, আশাশুনি ব্যুরো : আশাশুনি কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে গাছের চারা রোপন করা হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে বেশ কিছু তেঁতুল ও মেহগনি গাছের চারা রোপণ করা হয়। ঈদগাহ ময়দানে গাছের স্বল্পতা থাকায় মুসল্লিরা রৌদ্রে কষ্টকর পরিবেশে ঈদের সালাত আদায় ও খুৎবা শুনে থাকেন। মুসল্লিদের কষ্ট লাঘব, ছায়াশীতল ও সুন্দর পরিবেশ সৃষ্টির লক্ষ্যে ঈদগাহ কমিটির সাধারণ সম্পাদক ঢালী মোঃ সামছুল আলম ৩১টি তেঁতুল ও মেহগনি গাছের চারা রোপন করেন। এসময় কমিটির সদস্য, মুসল্লি ও গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এসময় ঢালী মোঃ সামছুল আলম সকলের উদ্দেশ্যে বলেন, এই প্রতিষ্ঠানটি সকলের সুতরাং সকলের কাছে ঈদগাহ কমিটির পক্ষ থেকে অনুরোধ থাকলো গাছগুলো দেখে শুনে রাখবেন। প্রয়োজনে আপনার পক্ষ থেকে একটি গাছ ঈদগাহের ফাঁকা জায়গায় লাগান। আসুন আমরা বৃক্ষরোপনের মাধ্যমে সাদকায়ে জারিয়া হিসাবে আমাদের ও আপনাদের পরিবারের সদস্যদের মৃত্যুর পরে কাজে লাগনোর চেষ্টা করি ইনশাল্লাহ।