ডেস্ক রিপোর্ট : বকেয়া বেতনের দাবিতে ময়লার গাড়ী নিয়ে সাতক্ষীরা পৌরসভায় অবস্থান কর্মসূচি পালন করেছে পরিচ্ছন্নতাকর্মীরা। বুধবার সকালে শহরের বিভিন্ন ডাস্টবিন থেকে ময়লা সংগ্রহ করে সেগুলো নিয়ে পৌরসভার মধ্যে অবস্থান নেয়।
পরিচ্ছন্ন কর্মীরা বলেন, সামান্য বেতনে আমরা চাকরি করি। এরপরেও যদি দুই মাস বেতন বন্ধ থাকে তাহলে এই দ্রব্যমূরল্যর বাজারে আমরা কিভাবে চলবো। বেতন না দেওয়া পর্যন্ত তারা এ কর্মসূচি অব্যাহত রাখবে বলে জানান। এসময় উপস্থিত ছিলেন, সাতক্ষীরা পৌরসভার সুইপার ইউনিয়নের সাধারণ সম্পাদক মাহাবুব, সহ-সভাপতি নুজরুল, সদস্য গণেশ, তরিকুল সহ পরিচ্ছন্ন কর্মীরা উপস্থিত ছিলেন।